ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

সরকারী কর্মকর্তা কর্মচারী আক্রান্ত হলে গ্রেড ভেদে টাকা দেয়া হবে

প্রকাশিত: ১১:৫৮, ২৪ এপ্রিল ২০২০

 সরকারী কর্মকর্তা কর্মচারী আক্রান্ত  হলে গ্রেড ভেদে  টাকা দেয়া হবে

জনকণ্ঠ ডেস্ক ॥ করোনাভাইরাস মোকাবেলায় কর্মরত চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী, পুলিশ, স্থানীয় প্রশাসনের সরকারী কর্মকর্তা-কর্মচারীরা কেউ করোনাভাইরাসে আক্রান্ত হলে গ্রেড ভেদে ৫ থেকে ১০ লাখ টাকা দেয়া হবে। যদি সরকারী কোন কর্মকর্তা করোনায় আক্রান্ত হয়ে মারা যান তাহলে এর পঁাঁচগুণ (২৫ থেকে ৫০ লাখ টাকা) আর্থিক সহায়তা দেবে সরকার। বৃহস্পতিবার এ সংক্রান্ত একটি পরিপত্র জারি করেছে অর্থ মন্ত্রণালয়। খবর বাংলানিউজের। পরিপত্রে বলা হয়েছে, নোভেল করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের সেবা প্রদানে সরাসরি কর্মরত ডাক্তার, নার্স ও স্বাস্থ্যকর্মীসহ এ সংক্রান্ত সরকার ঘোষিত নির্দেশনা বাস্তবায়নে মাঠ প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সশস্ত্রবাহিনী ও প্রত্যক্ষভাবে নিয়োজিত অন্যান্য কর্মচারী দায়িত্ব পালনকালে করোনাভাইরাসে আক্রান্ত হলে ক্ষতিপূরণ বাবদ সরাসরি আর্থিক সুবিধা প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করেছে। এক্ষেত্রে কোন সরকারী কর্মকর্তা-কর্মচারী করোনায় আক্রান্ত হলে গ্রেড ভেদে পাঁচ থেকে ১০ লাখ টাকা পাবেন। আর সরকারী কোন কর্মকর্তা করোনায় আক্রান্ত হয়ে মারা গেলে এর পাঁচগুণ আর্থিক সহায়তা পাবেন। পরিপত্রে আরও বলা হয়, ২০১৫-এর বেতনস্কেল অনুযায়ী ১৫-৩০তম গ্রেডের কেউ আক্রান্ত হলে তিনি ক্ষতিপূরণ পাবেন পাঁচ লাখ টাকা, আর মারা গেলে পাবেন ২৫ লাখ টাকা। ১০-১৪তম গ্রেডের কেউ আক্রান্ত হলে পাবেন সাড়ে ৭ লাখ টাকা এবং আর মারা গেলে পাবেন সাড়ে ৩৭ লাখ টাকা। এছাড়া প্রথম-নবম গ্রেডের কেউ আক্রান্ত হলে পাবেন ১০ লাখ টাকা এবং মারা গেলে পাবেন ৫০ লাখ টাকা।
×