ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

নিজের জন্য খেলে ভারতীয় ক্রিকেটাররা!

প্রকাশিত: ১১:১৪, ২৪ এপ্রিল ২০২০

নিজের জন্য খেলে ভারতীয় ক্রিকেটাররা!

স্পোর্টস রিপোর্টার ॥ ক্রিকেট বিশ্বের অন্যতম দুই চরম প্রতিপক্ষ ভারত ও পাকিস্তান। ক্রিকেট মাঠে যেমন লড়াই আছে তাদের, তেমনি মাঠের বাইরেও আছে। যদিও মাঠে বন্ধু ভাবাপন্ন মনোভাব দেখান উভয় দলের খেলোয়াড়রা, কিন্তু বাস্তবে সম্পর্কের মধ্যে যে শীতলতা আছে তা বোঝা গেছে দুই দলের কয়েকজন ক্রিকেটারের মধ্যে সাপে-নেউলে মনোভাবেই। বিশেষ করে গৌতম গাম্ভীর ও শহীদ আফ্রিদির বিবাদ এবং সম্প্রতি সুনীল গাভাস্কার ও শোয়েব আখতারের মধ্যে বচসা অন্যতম। এবার পাকিস্তানের সাবেক অধিনায়ক ও অন্যতম সেরা ব্যাটসম্যন ইনজামাম-উল-হক বিতর্ক উসকে দিলে বিস্ফোরক এক মন্তব্যে। নিজের ইউটিউব চ্যানেলে তিনি দাবি করেছেন পাক-ভারত ম্যাচে পাকিস্তানী ক্রিকেটাররা দেশের জন্য খেললেও ভারতীয়রা খেল তো শুধুই নিজেদের জন্য। এছাড়াও তিনি নিজের কিছু স্মৃতিচারণ করেছেন। সেখানে তিনি কষ্ট পেয়ে আধাঘণ্টা কান্না করার একটি ঘটনাও জানিয়েছেন। বৈশ্বিক মহামারী করোনাভাইরা সংক্রমণের কারণে এই মুহূর্তে কঠিন সময় পার করছে বিশ্বের প্রতিটি দেশ। তাই ঘরে বসেই কাটাচ্ছেন ক্রিকেটাররা। কিন্তু ক্রিকেটের মনস্তাত্ত্বিক লড়াইটা থেমে নেই। সম্প্রতি গাভাস্কার-শোয়েব লড়াই হয়েছে। এবার ইনজামাম নতুন করে বিতর্কের আগুন ছড়ালেন। তিনি নিজের ইউটিউব চ্যানেলে বলেন, ‘আমরা যখন ভারতের বিপক্ষে খেলেছি, তখন তাদের ব্যাটিং লাইনআপ আমাদের চেয়ে অনেক শক্তিশালী ছিল।
×