ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

রানা প্লাজা ট্র্যাজেডির ৭ বছর আজ ॥ বিচারে দীর্ঘসূত্রতা

প্রকাশিত: ১১:০৪, ২৪ এপ্রিল ২০২০

রানা প্লাজা ট্র্যাজেডির ৭ বছর আজ ॥ বিচারে দীর্ঘসূত্রতা

রহিম শেখ ॥ দীর্ঘ দিনেও বিচার শেষ হয়নি রানা প্লাজার ভবন ধসের মর্মান্তিক সেই দুর্ঘটনার। সহস্রাধিক মানুষের হত্যার দায়ে ১৪ মামলা হলেও একটি মাত্র মামলায় ভবন মালিক রানার সাজা হয়। ৪১ জনকে অভিযুক্ত করে চার্জশীট দেয়া হলেও বর্তমানে রানার পরিবারের সদস্য, সাভারের জনপ্রতিনিধি, প্রকৌশলী, কলকারখানা পরিদর্শন অধিদপ্তরের কর্মকর্তাদের সবাই আছেন জামিনে। মামলার দুজন অভিযোগপত্রভুক্ত আসামির পক্ষে উচ্চ আদালতের স্থগিতাদেশ থাকায় বর্তমানে মামলার সাক্ষ্য গ্রহণ বন্ধ রয়েছে। কবে নাগাদ মামলাটির সাক্ষ্য গ্রহণ কার্যক্রম শুরু হবে, এ ব্যাপারে সুনির্দিষ্ট দিনক্ষণ জানা নেই কারও। ওই দুর্ঘটনায় নিহত হয়েছিলেন তাদের পরিবারের খোঁজও কেউ রাখেনা। বিচারের অপেক্ষায় এখনও প্রহর গুণে সেইসব পরিবারগুলো। যেন অনেকটা বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে? দেশের শিল্প ইতিহাসের সবচেয়ে বড় দুর্ঘটনায় এখনও আহতদের আহাজারী বাতাসে ভাসে। এ মামলায় হতাহতদের পরিবারকে ক্ষতিপূরণে, হাইকোর্ট যে কমিটি করে দিয়েছিলেন, সেই রিপোর্ট চূড়ান্ত হলেও; শুনানিই শুরু হয়নি। সংশ্লিষ্টরা বলছেন, এই ঘটনায় দায়ী ব্যক্তিদের দৃষ্টান্ত মূলক শাস্তি না হলে, এ ধরনের অবহেলায় মৃত্যু মিছিল কোনভাবেই থামানো যাবে না। সাভারের রানা প্লাজা ধসের মর্মান্তিক সেই দুর্ঘটনার সাত বছর আজ। ওই ঘটনায় পাঁচটি পোশাক কারখানার শ্রমিকসহ এক হাজার ১৩৬ জন শ্রমিক-কর্মচারী নিহত হন। ২০১৩ সালের ২৪ এপ্রিল মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।
×