ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বিভিন্ন মহলের শোক

নিকুঞ্জে চিরনিদ্রায় শায়িত ড. সা’দত হুসাইন

প্রকাশিত: ১১:০৩, ২৪ এপ্রিল ২০২০

নিকুঞ্জে চিরনিদ্রায় শায়িত ড. সা’দত হুসাইন

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর খিলক্ষেতের নিকুঞ্জ কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন সাবেক মন্ত্রিপরিষদ সচিব ও সরকারী কর্মকমিশনের (পিএসসি) সাবেক চেয়ারম্যান ড. সা’দত হুসাইন। নিকুঞ্জতে নিজ বাসভবনের সামনে সর্বশেষ জানাজা শেষে তাকে কবর দেয়া হয়। এর আগে বুধবার রাত পৌনে ১১টার দিকে রাজধানীর একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান (ইন্নালিল্লাহি...রাজিউন)। তিনি দীর্ঘদিন ধরে কিডনিসহ নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন। সা’দত হুসাইনের বয়স হয়েছিল ৭৩ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। সা’দত হুসাইন খিলক্ষেতের নিকুঞ্জ এলাকায় থাকতেন। মন্ত্রিপরিষদ সচিব ছাড়াও তিনি শিক্ষাসচিব, স্বরাষ্ট্রসচিবসহ একাধিক মন্ত্রণালয়ের সচিবের দায়িত্ব পালন করেছেন। মহান মুক্তিযুদ্ধে অংশ নেন তিনি। ড. সা’দত হুসাইন ১৯৪৬ সালের ২৪ নবেম্বর নোয়াখালী জেলায় জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিষয়ে অধ্যয়ন করেন। ১৯৮৭ সালে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের বস্টন বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে পিএইচডি ডিগ্রী অর্জন করেন। ১৯৭১ সালে শিক্ষানবিস সরকারী কর্মকর্তা থাকা অবস্থায় সা’দত হুসাইন ভারতে গিয়ে প্রবাসী বাংলাদেশ সরকারে যোগ দেন। তিনি ২০০২-২০০৫ মেয়াদে মন্ত্রিপরিষদ সচিব হিসেবে দায়িত্ব পালনকালে সিভিল সার্ভিস থেকে অবসর গ্রহণ করেন। এরপর ২০০৭ সালে পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান। সা’দত হুসাইন ২০১১ সাল পর্যন্ত এ পদে দায়িত্ব পালন করেন। জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানের পদেও ছিলেন তিনি। সাম্প্রতিক সময়ে টেলিভিশন টকশোগুলোতেও ড. সা’দত হুসাইন নিয়মিত অংশ নিতেন। তিনি সুবক্তা হিসেবে সুনাম কুড়িয়েছিলেন। এদিকে ড. সা’দত হুসাইনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন। সরকারী কর্মকমিশনসহ বিভিন্ন প্রতিষ্ঠানও গভীর শোক প্রকাশ করেছে। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি। মন্ত্রী এক শোক বার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জি এম কাদের। শোক বার্তায় জাতীয় পার্টি চেয়ারম্যান জিএম কাদের বলেন, প্রয়াত সা’দত হুসাইন ছিলেন একজন প্রকৃত দেশপ্রেমিক। শোক প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সাবেক এই আমলাকে ঋজু ও নির্ভীক আখ্যা দিয়ে মির্জা ফখরুল বলেন, সরকারী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি দেশমাতৃকার মুক্তির জন্য তিনি আপোস করেননি। তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন দেশের বিশিষ্ট ব্যক্তিরা। শোক প্রকাশ করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম, পরিবেশমন্ত্রী শাহাবউদ্দীন এবং ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী প্রমুখ। ড. সা’দত হুসাইনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে পিএসসি। এক শোকবার্তায় সরকারী কর্মকমিশন তার আত্মার শান্তি কামনা করেন এবং মরহুমের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করছেন। ড. সা’দত হুসাইনের মৃত্যুতে শোক জানিয়েছে বিসিএস (কাস্টমস এ্যান্ড ভ্যাট) এ্যাসেসিয়েশন।
×