ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

সৈয়দপুর রাউজান ও ফটিকছড়ি লকডাউন

জ্বর সর্দি ও শ্বাসকষ্টে মুক্তিযোদ্ধাসহ মৃত্যু ৩

প্রকাশিত: ১১:০১, ২৪ এপ্রিল ২০২০

জ্বর সর্দি ও শ্বাসকষ্টে মুক্তিযোদ্ধাসহ মৃত্যু ৩

জনকণ্ঠ ডেস্ক ॥ করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে জ্বর, সর্দি ও শ্বাসকষ্ট নিয়ে বৃহস্পতিবার বীর মুক্তিযোদ্ধাসহ তিনজনের মৃত্যু হয়েছে। অন্যদিকে বৃহস্পতিবার কুড়িগ্রাম জেলাকে অনির্দিষ্টকালের জন্য এবং সৈয়দপুরকে লকডাউন ঘোষণা করা হয়েছে। এছাড়া চট্টগ্রামের রাউজান ও ফটিকছড়িকেও লকডাউন করা হয়েছে। এদিকে মানিকগঞ্জে দুই চিকিৎসক, মৌলভীবাজারে পুলিশ সদস্য এবং বগুড়ায় এক স্বাস্থ্য কর্মী করোনায় আক্রান্ত হয়েছেন। অন্যদিকে বরিশালে শেবাচিমের ১১১ ইন্টার্ন চিকিৎসক কোন কারণ ছাড়াই হাসপাতালে ভর্তি হয়েছেন। এদিকে কোভিড-১৯ চিকিৎসাসেবায় খুমেক হাসপাতালকে তিনটি এ্যাম্বুলেন্স দেয়া হয়েছে। করোনার কারণে বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন জেলায় যাদের শরীরে করোনার লক্ষণ পাওয়া যায়নি এমন ৭৮৬ জনকে কোয়ারেন্টাইন শেষে মুক্ত করে দেয়া হয়েছে। অন্যদিকে নতুন করে যাদের করোনা আছে বলে সন্দেহ করা হয়েছে এমন ৮৯০ জনের হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করা হয়েছে। এছাড়া বিভিন্ন জেলায় করোনার লক্ষণ পাওয়ায় অনেক বাড়িঘর, দোকানপাট ও এলাকা বন্ধ রাখা হয়েছে। তবে বিভিন্ন জেলায় নতুন করে আক্রান্তদের বেশিরভাগই ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, কুমিল্লাসহ গার্মেন্টস, বেকারি ও ইটভাঁটিশিল্প এলাকা হতে গ্রামে ফিরেছেন। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের। নারায়ণগঞ্জ ॥ করোনাভাইরাসের উপসর্গ নিয়ে নারায়ণগঞ্জ ৩শ’ শয্যা বিশিষ্ট হাসপাতালের ক্লিনার অর্জুন দাসের (৫৪) মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেলে তার মৃত্যু হয়। রাত সাড়ে ৮টায় বিষয়টি নিশ্চিত করে ৩শ’ শয্যা বিশিষ্ট হাসপাতালের আবাসিক চিকিৎসক ডাঃ সামসুদ্দোহা সঞ্চয় বলেন, মৃত ক্লিনার অর্জুন দাস অসুস্থ অবস্থায় নিজ বাসায় অবস্থান করছিল। বৃহস্পতিবার বিকেলে তিনি করোনার উপসর্গ শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে আসেন। কিছুক্ষণ পরই তার মৃত্যু হয়। তিনি আরও জানান, মৃত অর্জুন দাসের শরীর থেকে করোনাভাইরাসের পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে। লক্ষ্মীপুর ॥ লক্ষ্মীপুরে করোনাভাইরাসে আক্রান্ত প্রথম একজন পুরুষ মৃত ব্যক্তি শনাক্ত হয়েছে। তিনি একজন বীর মুক্তিযোদ্ধা। তার নাম রুহুল আমিন (৬৫)। তার বাড়ি রামগঞ্জ উপজেলার চন্ডিপুরের ফতেহপুর গ্রামে। এ নিয়ে জেলায় রামগঞ্জে করোনা আক্রান্ত হয়ে প্রথম ব্যক্তির মৃত্যু হয়েছে। গত ১২ এপ্রিল রামগঞ্জে করোনা উপসর্গ শ্বাসকষ্ট ও টনসিল প্রদাহ নিয়ে মারা যান তিনি। তার নমুনা করোনা সংগ্রহ করে পরীক্ষার জন্য চট্টগ্রামে পাঠানো হলে পরে করোনা পজিটিভ আসে। বৃহস্পতিবার জেলা সিভিল সার্জন ডাঃ আব্দুল গফ্ফার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মৃত ব্যক্তিসহ লক্ষ্মীপুর জেলায় কোভিড-১৯ এ আক্রান্তের সংখ্যা ২৮-এ পৌঁছাল। বর্তমানে করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন ২৭ জন। মেহেরপুর ॥ মেহেরপুরের মুজিবনগর উপজেলায় প্রথম করোনা আক্রান্ত হয়ে ইদ্রিস আলী নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে ওই রোগীর পজিটিভ রিপোর্ট আসে বলে জানান জেলা সিভিল সার্জন ডাঃ নাসির উদ্দিন। বুধবার করোনাভাইরাস সন্দেহে তার শরীরের নমুনা সংগ্রহ করে হাসপাতাল কর্তৃপক্ষ। শরীরে জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে বুধবার সকালে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তির পর দুপুরে তার মৃত্যু হয়। বৃহস্পতিবার সকাল দশটায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পুরো উপজেলা লকডাউন ঘোষণা করা হয়েছে। কুড়িগ্রাম ॥ প্রাণঘাতী করোনাভাইরাস সংক্রমণ ঝুঁকি মোকাবেলায় এবং তা প্রতিরোধে বৃহস্পতিবার বিকেল ৫টা থেকে অনির্দিষ্টকালের জন্য কুড়িগ্রাম জেলা লকডাউন (অবরুদ্ধ) ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার সকালে ‘কোভিড-১৯ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংক্রান্ত জেলা কমিটির’ সভা শেষে জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম এই ঘোষণা দেন। সৈয়দপুর ॥ করোনাভাইরাসে আক্রান্ত হাফিজুর রহমান বিটুল (৩২) নামে এক রোগী সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। সাতদিন আইসোলেশনে চিকিৎসায় প্রথম দফায় পরীক্ষায় নেগেটিভ আসায় কিছুটা স্বস্তি আসলেও ঢাকা ফেরতরা অবাধে প্রবেশ করায় উদ্বিগ্ন হয়ে লকডাউন ঘোষণা করে প্রশাসন। উপজেলার কাশিরাম ইউনিয়নের প্রায় আড়াই শতাধিক লোক বুধবার রাতে ঢাকা থেকে নিজ বাড়িতে ফিরেছে। তাদের সকলকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্র্মকর্তা নাসিম আহমেদ বলেন, আপাতত ১৪ দিন এ শহর লকডাউন থাকবে। সরকারী নির্দেশানুযায়ী সবকিছু কার্যকর হবে। চুয়াডাঙ্গা ॥ চুয়াডাঙ্গায় ছয়জন করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের একজন সিনিয়র স্টাফ নার্সও রয়েছে। এদের বেশি ভাগই ঢাকা-টাঙ্গাইল ফেরত। বৃহস্পতিবার দুপুরে সিভিল সার্জন এএসএম মারুফ হাসান জানান, চুয়াডাঙ্গা সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স মেহেরুন্নেছাসহ সদর উপজেলায় দুজন ও আলমডাঙ্গা উপজেলায় চারজন রয়েছেন। বৃহস্পতিবার নতুন করে ছয়জনের করোনাভাইরাস পজিটিভ রিপোর্ট আসায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মেডিসিন ওয়ার্ডের দুজন চিকিৎসক, নার্সসহ ১৫ জনকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। রংপুর ॥ রংপুর জেলায় পনেরো দিনে ১০ জন করোনাভাইরাসে সংক্রমিত রোগী শনাক্ত হয়েছেন। এদের মধ্যে সাত পুরুষ ও তিনজন নারী রয়েছে। আক্রান্তদের মধ্যে দু’জন সত্তরোর্ধ বৃদ্ধ ছাড়া বেশির ভাগই ৩০-৪৫ বছর বয়সী। খাগড়াছড়ি ॥ জেলায় গত ২৪ ঘণ্টায় এক পুলিশ সদস্যসহ আরও দুইজন জ্বর, সর্দি ও কাশি নিয়ে খাগড়াছড়ি সদর হাসপাতলের আইসোলেশন ইউনিটে ভর্তি হয়েছে। খাগড়াছড়ি সিভিল সার্জন ডাক্তার নুপুর কান্তি দাশ বিষয়টি নিশ্চিত করে বলেন, তাদের নমুনা সংগ্রহ করে চট্টগ্রামের ফৌজদারহাটে অবস্থিত বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল এ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) পাঠানো হয়েছে। এদিকে নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন কারাখানা থেকে আসা আরও নতুন ৫৫ জনসহ ১৯৪৫ শ্রমিককে সেনাবাহিনীর সহযোগিতায় স্থানীয় প্রশাসন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে ও ৬৩৬ জনকে হোম কোয়ারেন্টাইনে নিয়েছে। তাদের রাখা হয়েছে জেলার শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানে। চট্টগ্রাম ॥ করোনাভাইরাস সংক্রমণ রোধে চট্টগ্রামের আরও দুই উপজেলা রাউজান ও ফটিকছড়ি উপজেলাকে লকডাউন ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। এ নিয়ে চট্টগ্রামের ১৫ উপজেলার মধ্যে ছয়টিকে লকডাউনের আওতায় আনা হলো। রাউজান ও ফটিকছড়ি উপজেলা দফতর সূত্র জানিয়েছে, করোনাভাইরাস নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংক্রান্তে উপজেলা কমিটির বৈঠকে সিদ্ধান্ত এবং জেলা প্রশাসকের নির্দেশে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত লকডাউন কার্যকর করা হয়েছে। এদিকে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার একজন ডাক্তার, নগরীর বালুছড়া এলাকায় দুজন এবং লক্ষ্মীপুরের একজনসহ মোট চারজনের মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ মিলেছে। ঝালকাঠি ॥ ঝালকাঠি জেলায় করোনাভাইরাস সৃষ্টি হওয়ার পর থেকে ৭১২ জন হোম কোয়রেন্টাইনে ছিল। ৩৩৩ জন হোম কোয়ারেন্টাইনে ১৪ দিন কাটিয়ে ছাড়পত্র পেয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ২১ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে এবং ৫১ ছাড়পত্র নিয়ে রেরিয়ে এসেছে। বৃহস্পতিবার পর্যন্ত জেলার ৪টি উপজেলায় ৩৭৯ জন হোম কোয়ারেন্টাইনে রয়েছে। কুষ্টিয়া ॥ কুষ্টিয়ায় এক চিকিৎসকসহ নতুন করে আরও দু’জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আক্রান্তদের দু’জনই পুরুষ। এদের মধ্যে ভেড়ামারায় একজন ডাক্তার (২৮) এবং অপরজন কুমারখালী উপজেলার চর মহেন্দপুর গ্রামের এক বৃদ্ধ (৮০)। এ নিয়ে গত দু’দিনে কুষ্টিয়ায় মোট পাঁচজন রোগী করোনা পজিটিভ হলেন। এদিন করোনা শনাক্ত হওয়ায় বৃহস্পতিবার ভেড়ামারায় ওই চিকিৎসকের বাসা ও আশপাশসহ বেসরকারী কর্মস্থল লকডাউন করেছে উপজেলা প্রশাসন। ফরিদপুর ॥ ফরিদপুরে আরও একজনের করোনাভাইরাস পজিটিভ শনাক্ত হয়েছে। বৃহস্পতিবার ফরিদপুর মেডিক্যাল কলেজের ল্যাবে এটি শনাক্ত হয়েছে। এ নিয়ে ফরিদপুরে এ পর্যন্ত মোট সাতজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হলো। বৃহস্পতিবার যে ব্যক্তির করোনাভাইরাস শনাক্ত হয়েছে তিনি ৩৭ বছর বয়সী একজন পুরুষ। মৌলভীবাজার ॥ মৌলভীবাজারে কোভিড-১৯ পরীক্ষায় পুলিশ সদস্যসহ দুজনের শরীরে পজেটিভ পাওয়া গেছে। আক্রান্তরা হলেন কুলাউড়া থানায় কর্মরত পুলিশ সদস্য শাহজাহান আলী (২৫) ও কুলাউড়া উপজেলার কাদিপুর ইউনিয়নের ফরিদপুর এলাকার দিলারা বেগম (৬০)। নমুনা সংগ্রহ করার পর পুলিশ সদস্যকে আইসোলেশনে রাখা হয়েছে। বরগুনা ॥ ড্রাগ ইন্টারন্যাশনাল ফার্মাসিউটিক্যালের আমতলী এরিয়া ম্যানেজার প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিনি আমতলী পৌরসভার বন্দর সরকারী প্রাইমারী স্কুল সংলগ্ন ভাড়া বাসায় অবস্থান করছেন। বগুড়া ॥ বগুড়ায় এক স্বাস্থ্যকর্মীসহ নতুন করে আরও সাতজন করোনাভাইরাসে শনাক্ত হয়েছে। এর মধ্যে শিশুসহ এক স্বাস্থ্য সহকারী রয়েছেন। এ কারণে বগুড়ার সোনাতলা স্বাস্থ্য কেন্দ্র বৃহস্পতিবার লকডাউন ঘোষণা করা হয়েছে। বগুড়ার সিভিল সার্জন ডাঃ গওসুল আজিম চৌধুরী জানিয়েছেন, করোনা শনাক্ত হওয়ার পর সোনাতলা স্বাস্থ্য কেন্দ্রে কর্মরত (কুষ্ঠ ও যক্ষ্মা রোগ নিয়ন্ত্রণ সহকারী) স্বাস্থ্য সহকারীর বাড়িসহ স্বাস্থ্য কেন্দ্র লকডাউন করা হয়েছে। গাইবান্ধা ॥ গাইবান্ধায় বৃহস্পতিবার করোনাভাইরাসে নতুন করে আরও একজন আক্রান্ত হয়েছে। এ নিয়ে জেলায় সর্বমোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৪ জন। নতুন করোনাভাইরাসে আক্রান্ত রোগীর বাড়ি গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের ধাপেরহাট গ্রামে। মাগুরা ॥ জেলায় বৃহস্পতিবার দ্বিতীয় করোনা পজিটিভ রোগী শনাক্ত হয়েছে। মাগুরা জেলার শ্রীপুর উপজেলার জোঁত শ্রীপুর গ্রামে এই রোগী শনাক্ত হয়েছে। বৃহস্পতিবার যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিদ্যালয়ের ল্যাবে তার শরীবের নমুনা পরীক্ষায় করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে। শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, জোঁত শ্রীপুর, হুদা শ্রীপুর ও গোবিন্দপুর তিনটি গ্রাম লকডাউন করা হয়েছে। নওগাঁ ॥ জেলায় এ পর্যন্ত ৪০৫ ব্যক্তির নমুনা সংগ্রহ করে করোনা পরীক্ষার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে। এর মধ্যে বৃহস্পতিবার পর্যন্ত মোট ২২৩ ব্যক্তির পরীক্ষার ফল পাওয়া গেছে। পরীক্ষায় যাদের ফল পাওয়া গেছে তাদের কারও শরীরে করোনাভাইরাসের কোন লক্ষণ পাওয়া যায়নি। সকলের রিপোর্ট নেগেটিভ। এদিকে বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত এই ২৪ ঘণ্টায় নওগাঁ জেলায় নতুন করে আরও ১৬৩ জনকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। অপরদিকে গত ২৪ ঘণ্টায় হোম কোয়ারেন্টাইনে ১৪ দিনের মেয়াদ শেষ হওয়ায় এবং সকলেই সুস্থ থাকায় মোট ২০২ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে। রাজশাহী ॥ জ্বর-সর্দি-কাশি, শ্বাসকষ্টসহ করোনাভাইরাসের উপসর্গ নিয়ে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে আরও ১২ জন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হওয়া এই ১২ জনের মধ্যে পাঁচজনকে মিশন হাসপাতালে, তিনজনকে সংক্রমক ব্যাধি হাসপাতালে এবং চারজনকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনাভাইরাস পর্যবেক্ষণ ওয়ার্ড ৩৯ ও ৪০ নং ওয়ার্ডে রাখা হয়েছে। ঢাকা ॥ সাভারে নতুন করে একজন নারীর (২৬) দেহে করোনাভাইরাস (কোভিড-১৯) শনাক্ত হয়েছে। এই নিয়ে উপজেলায় করোনাভাইরাসে আক্রান্ত রোগী সাতজন। বৃহস্পতিবার সকালে এ তথ্য নিশ্চিত করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ সায়েমুল হুদা। এদিকে কেরানীগঞ্জে করোনায় গত ২৪ ঘণ্টায় নতুন আরও চারজন শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭০ জনে। ভোলা ॥ ভোলায় সন্দেহজনক করোনা উপসর্গ থাকায় বৃহস্পতিবার ৭০ বছরের এক বৃদ্ধকে ভোলা সদর হাসপাতালের আইসোলেশন ইউনিটে ভর্তি করা হয়েছে। অপরদিকে সদর হাসপাতালে শ্বাসকষ্ট নিয়ে মঙ্গলবার রাতে মারা যাওয়া সদর উপজেলার আলী নগর ইউনিয়নের যুবক আবদুর রব (২০) করোনা আক্রান্ত ছিলেন না। মৃত ব্যক্তির নমুনা পরীক্ষার পর করোনা সংক্রমণ পাওয়া যায়নি ভোলার স্বাস্থ্য বিভাগ নিশ্চিত করেছে। যশোর ॥ যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ল্যাবে নমুনা পরীক্ষা করে আরও ১২ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। বৃহস্পতিবার সকালে যবিপ্রবি জিনোম সেন্টারের সহযোগী পরিচালক ও অণুজীব বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. ইকবাল কবীর জাহিদ এ তথ্য জানিয়েছেন। বরিশাল ॥ দ্বীপ জেলা ভোলা ব্যতীত এ পর্যন্ত বরিশাল বিভাগের অন্য পাঁচটি জেলায় সর্বমোট ৭৩ জনের করোনা শনাক্ত হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা। আর এই ৭৩ জনের মধ্যে দুইজন ভারতীয় নাগরিকসহ কয়েকজন স্বাস্থ্যকর্মীও রয়েছেন। আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত একজনের সুস্থ হওয়ার খবর পাওয়া গেছে। হবিগঞ্জ ॥ মাধবপুর উপজেলায় এই প্রথম করোনাভাইরাস কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে। তিনি একজন মধ্য বয়সী দরিদ্র পরিবারের নারী। উপজেলার ঘিলাতলী গ্রামের বাসিন্দা জ্বর, কাশি নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসলে প্রয়োজনীয় চিকিৎসা নিয়ে বাড়ি চলে যান। গত ২০ তারিখ তার নমুনা পরীক্ষার জন্য সিলেট পাঠানো হয়। বুধবার রাত পৌনে ১২টার দিকে ওই নারীর রিপোর্ট করোনা পজিটিভ আসে। খুলনা ॥ কোভিড-১৯ চিকিৎসাসেবায় খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালকে তিনটি এ্যাম্বুলেন্স দেয়া হয়েছে। খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন বৃহস্পতিবার দুপুরে তার দফতরে অনুষ্ঠিত করোনাভাইরাসের সংক্রমণ ও প্রতিরোধসহ সার্বিক ব্যবস্থাপনা সংক্রান্ত জেলা কমিটির সভায় অধিগ্রহণ করা তিনটি এ্যাম্বুলেন্স খুমেক হাসপাতাল কর্তৃপক্ষের কাছে পৌঁছানোর ঘোষণা দেন। ঠাকুরগাঁও ॥ জেলা ঢাকার নারায়ণগঞ্জ থেকে আগত করোনাভাইরাসে আক্রান্ত এক যুবক আইসোলশন ইউনিটে ১১ দিন চিকিৎসার পর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালের আইসোলেশন ইউনিটে ছয়জন চিকিৎসাধীন রয়েছেন। টাঙ্গাইল ॥ করোনা থেকে মুক্তি পেয়ে বাড়ি ফিরেছেন মির্জাপুরের অখিল সরকার। ঢাকার কুয়েত-বাংলাদেশ মৈত্রী হাসপাতালে দীর্ঘ ১৬ দিন চিকিৎসা শেষে বৃহস্পতিবার তিনি বাড়ি ফেরেন বলে জানা গেছে। অখিলের বাড়ি মির্জাপুর উপজেলার বৈরাগি ভাওড়া গ্রামে। বৃহস্পতিবার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাকসুদা খানম অখিলের সুস্থ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। মানিকগঞ্জ ॥ এখানে দুইজন চিকিৎসক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এদের একজন কর্নেল মালেক মেডিক্যাল কলেজের মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক (ডাঃ মোতাহার হোসেন) এবং অন্যজন সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার (ডাঃ আবু হানিফ)। বৃহস্পতিবার সকালে কর্নেল মালেক মেডিক্যাল কলেজের অধ্যাপক ডাঃ মোহাম্মদ আখতারুজ্জামান এবং মানিকগঞ্জের সিভিল সার্জন আনোয়ারুল আমিন আখন্দ ওই দুজনের আক্রান্ত হওয়ার কথা নিশ্চিত করেছেন। তারা দুজনেই বর্তমানে ঢাকায় নিজ নিজ বাসায় আইসোলেশনে আছেন। তাদের সংস্পর্শে আসা ব্যক্তিদের তালিকা প্রস্তুত করে তাদের কোয়ারেন্টাইনে রাখার প্রক্রিয়া চলছে বলে জানান তারা।
×