ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

প্রধানমন্ত্রীর নির্দেশে পর্যাপ্ত চিকিৎসার ব্যবস্থা

২১৮ পুলিশ সদস্য করোনায় আক্রান্ত, ৬৫২ কোয়ারেন্টাইনে

প্রকাশিত: ১০:৫৯, ২৪ এপ্রিল ২০২০

২১৮ পুলিশ সদস্য করোনায় আক্রান্ত, ৬৫২ কোয়ারেন্টাইনে

স্টাফ রিপোর্টার ॥ প্রাণঘাতী করোনাভাইরাস থেকে জনসাধারণকে রক্ষা করতে গিয়ে আক্রান্ত হচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। বৃহস্পতিবার পর্যন্ত সারাদেশে ২১৮ পুলিশ সদস্য করোনা আক্রান্ত হয়েছেন। একই সঙ্গে সংক্রমণের ঝুঁকি থাকায় ৬৫২ পুলিশ সদস্যকে হোম ও প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। মৃতব্যক্তির সৎকার, জানাজা, করোনা আক্রান্ত পলাতক রোগীদের ধরে আনা, সামাজিক দূরত্ব বজায় রাখতে, করোনা আক্রান্তের বাসা, ভবন ও এলাকা লকডাউন করা, ত্রাণ বিতরণসহ এই ক্রান্তিকালে হাজারো ইনোভেটিভ কাজে জড়িয়ে পড়েছে পুলিশ। তবুও থেমে নেই তাদের করোনার সঙ্গে প্রতিনিয়ত করা সম্মুখযুদ্ধের কার্যক্রম। স্বাভাবিক কার্যক্রম চলছে পুরোদমে আর সাধারণ মানুষের সুরক্ষার জন্য জেনেশুনেই পুলিশ সদস্যরা জীবনের ঝুঁকি নিচ্ছেন। আর এই বিস্তাররোধে পুলিশকে প্রতিটি কাজেই মানুষের খুব কাছে যেতে হচ্ছে। এসব করতে গিয়েই নিজের অজান্তে পুলিশ সদস্যরা করোনা সংক্রমিত হচ্ছেন। এদিকে পুলিশের মহাপরিদর্শক ড. বেনজীর আহমেদ নিয়মিত আক্রান্ত সদস্যদের পরিবারের খোঁজখবর নেয়ার জন্য প্রত্যেক ইউনিটের কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছেন। পাশাপাশি করোনায় মাঠপর্যায়ে দায়িত্বরত আর সবাইকে সুস্থ রাখার জন্যও প্রয়োজনীয় উদ্যোগ নেয়ার নির্দেশ দিয়েছেন। পুলিশ সদর দফতর সূত্র জানায়, বৃহস্পতিবার পর্যন্ত সারাদেশে করোনায় আক্রান্ত হয়েছেন কনস্টেবল হতে বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাসহ ২১৮ জন সদস্য। কোয়ারেন্টাইনে রয়েছেন ৬৫২ জন। আক্রান্ত পুলিশ সদস্যদের চিকিৎসার জন্য প্রধানমন্ত্রীর নির্দেশে পর্যাপ্ত ব্যবস্থা রাখা হয়েছে। করোনার এই সম্মুখযোদ্ধাদের সুস্থ করে তুলতে পুলিশের হাসপাতালগুলোতে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে। সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, পুলিশপ্রধান ড. বেনজীর আহমেদ আক্রান্ত পুলিশ সদস্যদের ও তার পরিবারের খোঁজখবর নিচ্ছেন। প্রয়োজনীয় দিকনির্দেশনা দিচ্ছেন। প্রত্যেক ইউনিটের কর্মকর্তাদের আক্রান্ত পরিবারের খোঁজখবর নেয়ার জন্য নির্দেশনা দিচ্ছেন। পাশাপাশি করোনায় মাঠপর্যায়ে দায়িত্বরত আর সবাইকে সুস্থ রাখার জন্যও প্রয়োজনীয় উদ্যোগ নেয়ার নির্দেশ দিয়েছেন। সূত্রগুলো জানায়, ডিএমপির বিভিন্ন বিভাগে একজন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনারসহ (এডিসি) মোট ১১৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এর বাইরে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ ও জেলা পুলিশ মিলিয়ে ২৬ জন আক্রান্ত হয়েছেন। গাজীপুরের একটি থানা লকডাউন করে রাখা হয়েছে। এছাড়া গোপালগঞ্জে ১৮ জন ও নারায়ণগঞ্জে ১৬ পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। বাকি ইউনিটগুলোতে এক থেকে চারজন করে শনাক্ত হয়েছেন। সদর দফতর সূত্র জানায়, মানুষের সুরক্ষায় হাসিমুখে জীবনের ঝুঁকি নিচ্ছেন পুলিশ সদস্যরা। এতে তারা আক্রান্ত হচ্ছেন। কিন্তু বিশ্বজুড়েই সুরক্ষা সামগ্রী ব্যাপক চাহিদা রয়েছে। বাংলাদেশও এই বাস্তবতা থেকে দূরে নয়। পুলিশের দুই লাখের বেশি সদস্যের একটি বড় অংশ সরাসরি মাঠে থেকে করোনার বিস্তাররোধে কাজ করছেন। তাদের যথাসম্ভব সুরক্ষা সামগ্রী সরবরাহ করা হয়েছে। এখনও অনেক চাহিদা রয়েছে। চাহিদা পূরণে কাজ করা হচ্ছে।
×