ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মেয়র আতিকের মধ্যস্থতায় সাড়ে ৩ হাজার প্যাকেট ত্রাণসামগ্রী দিল তুরস্ক

প্রকাশিত: ১০:৫৪, ২৪ এপ্রিল ২০২০

মেয়র আতিকের মধ্যস্থতায় সাড়ে ৩ হাজার প্যাকেট ত্রাণসামগ্রী দিল তুরস্ক

স্টাফ রিপোর্টার ॥ ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) নবনির্বাচিত মেয়র আতিকুল ইসলামের মধ্যস্থতায় বাংলাদেশের অসহায় জনগোষ্ঠীর জন্য সাড়ে তিন হাজার প্যাকেট ত্রাণসামগ্রী দিল বন্ধুরাষ্ট্র তুরস্ক। তুরস্কের বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে এসব সামগ্রী বাংলাদেশের অসহায়, দুস্থ ও করোনার কারণে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত লোকজনের জন্য উপহার হিসেবে দেয়া হয়। খাদ্যসামগ্রীর মধ্যে আছে চাল, ডাল, ছোলা, তেল, সাবানসহ অন্যান্য পণ্য। পরিবারের সদস্য সংখ্যার ওপর ভিত্তি করে একটি পরিবারের পুরো রমজান মাসের জন্য প্রয়োজন অনুযায়ী খাদ্যসামগ্রী দেয়া হয় প্রতিটি প্যাকেটে। আতিকুল ইসলামের নেতৃত্বাধীন সংগঠন ‘সবাই মিলে সবার ঢাকা’র মাধ্যমে এ ত্রাণ বিতরণ করা হবে বলে জানা গেছে। বৃহস্পতিবার রাজধানীর বনানী বিদ্যানিকেতন স্কুল প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে আতিকুল ইসলামের কাছে এসব সামগ্রী তুলে দেন ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত মোস্তাফা ওসমান তুরান। এ সময় তুর্কী রাষ্ট্রদূত মোস্তাফা ওসমান তুরান বাংলাদেশের জনগণকে উদ্দেশ করে বলেন, রমজান মাস উপলক্ষে তুরস্কের পক্ষ থেকে আপনাদের জন্য এ উপহার। আমরা জানি, করোনার কারণে আপনারা দুঃসময় পার করছেন। এসময়ে আমরা আপনাদের একা রাখতে চাই না। পুরো রমজান মাসে আমরা আপনাদের পাশে আছি। রমজানের পরেও থাকব। বৃহস্পতিবার তুরস্কে জাতীয় শিশু দিবস উদযাপিত হচ্ছে। এ দিবস উপলক্ষে আপনাদের পরিবারের শিশুদের প্রতি উৎসর্গ করে এসব পণ্য আমরা দিলাম। এ সময় আতিকুল ইসলাম বলেন, তুরস্ক ও বাংলাদেশ খুবই বন্ধুপ্রতিম দুই রাষ্ট্র। আমাদের পাশে থেকে এমন উপহার দেয়ার জন্য তুরস্কের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই। সর্বোচ্চ স্বচ্ছতা নিশ্চিত করেই এসব সামগ্রী বিতরণ করা হবে। যারা আসলেই দরিদ্র, যাদের প্রকৃতই এমন সাহায্য দরকার তাদের মধ্যেই এগুলো বিতরণ করা হবে। এর পাশাপাশি ঢাকায় থাকা বিভিন্ন দেশের কূটনীতিকদের প্রতি আমার আহ্বান থাকবে এ দুঃসময়ে আমাদের সাহায্য করার। সমাজের যারা বিত্তশালী আছেন, তাদের আহ্বান জানাব তারা যেন তাদের আশপাশের অসহায় মানুষদের সাহায্যে এগিয়ে আসেন। কারণ সবাই মিলেই সবার ঢাকা গড়ে তুলতে হবে। এদিন অসহায়দের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ ছাড়াও মেয়র আতিকুল ইসলামের সৌজন্যে লাইফস্টাইল ব্র্যান্ড ন্যাশন-এর পক্ষ থেকে গণমাধ্যমকর্মীদের জন্য পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (পিপিই) দেয়া হয়। ঢাকা রিপোর্টার্স ইউনিটি, বাংলাদেশ ফটো জার্নালিস্টস এ্যাসোসিয়েশন ও বাংলানিউজ২৪.কম এর মতো সংগঠন ও প্রতিষ্ঠানের প্রতিনিধিদের কাছে এসব পিপিই তুলে দেয়া হয়।
×