ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ঝলক

প্রকাশিত: ১০:৫৩, ২৪ এপ্রিল ২০২০

ঝলক

মনমরা বিগ পোপ্পা যুক্তরাষ্ট্রের আতালান্তা এলাকায় থাকেন রাশিদা এলিস। ৩৮ বছরের ওই মহিলা পেশায় কস্টিউম ডিজাইনার। তার পোষা একটি বুলডগ আছে। নাম বিগ পোপ্পা। রাশিদা এক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, অন্য কুকুর বা বড়দের সঙ্গে নয়, সে ভালবাসে বাচ্চাদের সঙ্গে খেলতে। কিন্তু লকডাউনের জেরে তাকে বাইরে যেতে দিচ্ছেন না রাশিদা। ঘরবন্দী হয়ে ঘরের ব্যালকনি থেকেই বাচ্চাদের খেলা দেখছে সে। ওপর থেকে বাচ্চাদের খেলা দেখে বিগ পোপ্পার মন ভার। কিন্তু লকডাউন পরিস্থিতিতে বাচ্চারা কী করে বাইরে খেলছে, সে কথা খোলসা করে বলেননি রাশিদা। পোস্ট করা ছবিতে বিগ পোপ্পার বিষণœ মুখ দেখা গেলেও বাইরে বাচ্চাদের দেখা যায়নি। এমন হতে পারে, বিগ পোপ্পা তার প্রতিদিনের রুটিনে খেলাটা মিস করছে। মনমরা হয়ে বিগ পোপ্পার ব্যালকনিতে বসে থাকার ছবি নিজের টুইটার হ্যান্ডল থেকে পোস্ট করেছেন তার পালিকা। ছবি পোস্ট করে তিনি লিখেছেন, ‘বিগ পোপ্পা আজ খুব মনমরা। আমার মনে হচ্ছে আবাসনের বাচ্চাদের সঙ্গে খেলাটা মিস করছে ও।’ -ইয়াহু নিউজ সনদ নিল রোবট জাপানের একটি বিশ্ববিদ্যালয় সমাবর্তন করে বিশ্বব্যাপী আলোচনার জন্ম দিয়েছে। এটিকে বলা হচ্ছে, বিশ্বের প্রথম অনলাইন সমাবর্তন। জাপানের রাজধানী টোকিওতে অবস্থিত বিশ্ববিদ্যালয়টির নাম ‘বিজনেস ব্রেক থ্রু ইউনিভার্সিটি’। গত ৭ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠিত হয়। তবে এই অনুষ্ঠান বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে হয়নি। স্থানীয় একটি হোটেলে আয়োজিত সমাবর্তনে প্রতিষ্ঠানটির সর্বশেষ স্নাতক শেষ করা শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। সেই সমাবর্তনের কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ছবিতে দেখা যায় মঞ্চে সমাবর্তন বক্তাসহ তিনজন শিক্ষক বসে আছেন। সামনে শিক্ষার্থীর বদলে রোবট দাঁড়িয়ে আছে। রোবটগুলোর হাতে স্নাতক সনদ। মাথায় আইপ্যাড যুক্ত করা। আইপ্যাডে প্রত্যেক শিক্ষার্থীর ছবি দেখা যাচ্ছে। রোবটগুলোর গায়ে সমাবর্তন গাউন এবং মাথায় হ্যাট। ঠিক যেন একজন শিক্ষার্থী দাঁড়িয়ে আছে। নির্দিষ্ট নাম ঘোষণার সঙ্গে সঙ্গে ওই নামের শিক্ষার্থীর আদলে সাজানো রোবট সমাবর্তন মঞ্চের দিকে এগিয়ে যাচ্ছে। তারপর সনদ গ্রহণ করে ফিরে আসছে। আইপ্যাডের ভিডিও কনফারেন্সের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করছে। -ইয়াহু নিউজ
×