ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

রাজধানীতে মুষলধারে বৃষ্টি, জলাবদ্ধতা ॥ ফাঁকা রাস্তায় জনভোগান্তি নেই

প্রকাশিত: ১০:৫২, ২৪ এপ্রিল ২০২০

রাজধানীতে মুষলধারে বৃষ্টি, জলাবদ্ধতা ॥ ফাঁকা রাস্তায় জনভোগান্তি নেই

স্টাফ রিপোর্টার ॥ রাজধানী ও এর আশপাশের এলাকায় বয়ে গেছে কালবৈশাখী ঝড় ও মুষলধারে বৃষ্টিপাত, সেই সঙ্গে শুরু হয় বজ্রপাতও। বৃষ্টিপাতের কারণে রাজধানীর বিভিন্ন এলাকা তলিয়ে যাওয়ায় দেখা দেয় জলাবদ্ধতা। তবে রাজধানীতে কোন যানবাহন না থাকায় এবং জনগণ ঘরে অবস্থানের কারণে বৃষ্টিপাতে কোন ভোগান্তি ছিল না। ঝড়ের কারণে বড় ধরনের কোন ক্ষয়ক্ষতি হয়নি। বৃহস্পতিবার বিকেল তিনটার দিকে হঠাৎ কালো মেঘে ছেয়ে যায় রাজধানীর আকাশ। নেমে আসে অন্ধকার, এরপরই শুরু হয় মুষলধারে বৃষ্টি। আবহাওয়া অফিস জানিয়েছে, এদিন বিকেলে রাজধানীতে ৭৪ কি.মি. বেগে ঝড় বয়ে গেছে। এছাড়াও ৪৩ মি.মি. বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ভারি বৃষ্টিপাতের কারণে রাজধানীর মিরপুর-১ ও ১০, ধানম-ি ২৭, কারওয়ান বাজার মতিঝিলসহ বিভিন্ন এলাকা তলিয়ে যায়। আবহাওয়া অফিস জানিয়েছে, বৃহস্পতিবার বিকেলে ২০ মিনিট ধরে ভারি বৃষ্টি ও বজ্রঝড় বয়ে যায়। আবহাওয়াবিদ একেএম নাজমুল হক জানান, বজ্রবৃষ্টির সময় বিকেল ৪টা ১৫ মিনিটে ঢাকায় ৭৪ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যায়। এ সময় ফাঁকা ঢাকায় তেমন কোন ক্ষয়ক্ষতির তথ্য পায়নি ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ। দুয়েকটি জায়গায় বৈদ্যুতিক গোলযোগ ও ছোটখাটো অগ্নিসংযোগের তথ্য পাওয়া গেলেও ফায়ার সার্ভিস কর্মীরা যাওয়ার আগেই সেগুলো স্বাভাবিক হয় যায় বলে জানিয়েছেন কর্তব্যরত কর্মকর্তা। আবহাওয়াবিদ নাজমুল বলেন, কালবৈশাখীর মৌসুম চলছে। এমন সময়ে দেশের যে কোন জায়গায় ঝড়-বৃষ্টি হবে। তিনি জানান, পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে বিজলী চমকানো এবং অস্থায়ী দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। আগামী তিনদিন ঝড়-বৃষ্টির প্রবণতা বাড়বে বলে আভাস রয়েছে আবহাওয়া অধিদফতরের। এদিকে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, আগামী ৭২ ঘণ্টায় দেশের উত্তর-পূর্বাঞ্চল ও তৎসংলগ্ন ভারতের অসম-মেঘালয়-ত্রিপুরা অঞ্চলে ভারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। এতে দেশের উত্তর-পূর্বাঞ্চলের নদ-নদীর পানি বাড়তে পারে। পূর্বাভাসে আরও বলা হয়, আকাশ আংশিক মেঘলাসহ অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। বৃষ্টি/বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা হাওয়া বয়ে যেতে পারে। দক্ষিণ-পশ্চিম/ দক্ষিণ দিক থেকে ঘণ্টায় ছয় থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে, যা ৩০-৪০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা হতে পারে। এছাড়া দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, টাঙ্গাইল, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, কুমিল্লা, নোয়াখালী ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০-৮০ কিলোমিটার বেগে বৃষ্টি/বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরকে ২ নম্বর নৌ- হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। এছাড়া দেশের অন্যত্র পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে বৃষ্টি/বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। মৌসুম শুরু হতে না হতে সারাদেশে বজ্রপাতে প্রাণহানি আশঙ্কাজনকহারে বেড়ে গেছে। এ কারণে গত কয়েকদিনে প্রায় সারাদেশে ৩০ জন মারা গেছে। আবহাওয়া অফিস জানিয়েছে, দেশে কালবৈশাখী মৌসুম শুরু হয়েছে। প্রতিদিনই কোথাও না কোথাও বজ্রপাতের ঘটনা ঘটছে। আবহাওয়া অফিস জানিয়েছে, এই সময় আকাশে মেঘ দেখা দিলেই নিরাপদ এলাকায় সরে যেতে হবে তা না হলে মৃত্যুর ঘটনা আরও বেড়ে যেতে পারে।
×