ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শ্রীপুরে তিন সন্তানসহ ইন্দোনেশীয় নারীকে গলা কেটে হত্যা

প্রকাশিত: ১০:৪৮, ২৪ এপ্রিল ২০২০

শ্রীপুরে তিন সন্তানসহ ইন্দোনেশীয় নারীকে গলা কেটে হত্যা

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ শ্রীপুরে তিন সন্তানসহ ইন্দোনেশীয় নাগরিক বাংলাদেশের এক গৃহবধূকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটার দিকে এ হত্যাকা-ের ঘটনাটি প্রকাশ পায়। নিহতরা হলেন ময়মনসিংহের গফরগাঁওয়ের লংগাইর ইউনিয়নের গোলবাড়ী গ্রামের মালয়েশিয়াপ্রবাসী কাজল মিয়ার স্ত্রী স্মৃতি ফাতেমা (৪৫), তার বড় মেয়ে সাবরিনা সুলতানা নূরা (১৬), ছোট মেয়ে হাওরিন হাওয়া (১২) ও বাকপ্রতিবন্ধী ছেলে ফাদিল (৮)। প্রবাসী কাজল মিয়ার ভাই আরিফ জানান, কাজল মিয়া প্রায় ১৬ বছর ইন্দোনেশিয়ায় চাকরি করেন। সেখানে থাকাকালে তিনি ওই দেশের নাগরিক ফাতেমা আক্তারকে ২০ বছর আগে ভালবেসে বিয়ে করেন। বিয়ের পর স্ত্রীকে নিয়ে কাজল দেশে চলে আসেন এবং কাপড়ের ব্যবসা শুরু করেন। তিনি গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের জৈনা বাজার কলেজ রোডের আবদার গ্রামের আব্দুল আউয়াল কলেজের পাশে একখ- জমি কেনেন। সেখানে দোতলা বাড়ি নির্মাণ করে স্ত্রী, দুই মেয়ে ও শারীরিক প্রতিবন্ধী এক ছেলে সন্তানকে নিয়ে বসবাস শুরু করেন কাজল। দেশে এসে ব্যবসায় সুবিধা করতে না পেরে ছয় বছর আগে কাজল পুনরায় চাকরি নিয়ে মালয়েশিয়া চলে যান। তিনি মাঝেমধ্যেই দেশে যাওয়া আসা করেন। কাজলের ভাতিজা নাঈম ইসলাম জানান, বুধবার সন্ধ্যার দিকে আরিফকে তার ছোটভাই কাজলের স্ত্রী ফাতেমা বেগম বাজার থেকে মাংস এনে দিতে বলেন। পরদিন (বৃহস্পতিবার) সকালে ভাশুর আরিফ বাজারে যাওয়ার সময় কাজলের বাড়ির গেটে গিয়ে ডাকাডাকি করেন। কিন্তু কারও কোন সাড়া না পেয়ে বাড়ির লোকজন ঘুমিয়ে আছে ভেবে তিনি চলে যান। দুপুরে খাওয়া-দাওয়া শেষে তিনি বাজারে যাওয়ার জন্য ফের কাজলের বাড়িতে গিয়ে ডাকাডাকি করেন। এবারও বাড়ির লোকজনের সাড়াশব্দ পাননি তিনি। কারও সাড়াশব্দ না পেয়ে তিনি ঘরের পেছন দিয়ে মই বেয়ে দোতলায় ওঠেন। এ সময় দোতলার পেছনের দরজাটি খোলা ছিল। তিনি ভেতরে ঢুকে বাড়ির দোতলার একটি কক্ষের মেঝেতে চারজনের গলাকাটা রক্তমাখা লাশ পড়ে থাকতে দেখেন। মা ও দুই মেয়ের লাশ উলঙ্গ ছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসে। তেলিহাটি ইউনিয়ন পরিষদের মেম্বার তারেক হাসান বাচ্চু বলেন, বুধবার রাতের যে কোন সময় এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনার সময় কোন চিৎকার চেঁচামেচির আওয়াজ কেউ পায়নি। শ্রীপুর থানার ওসি লিয়াকত আলী জানান, নিহত মা ও দুই মেয়ের দেহ উলঙ্গ অবস্থায় ছিল। ঘটনাস্থলে একটি ছোরা এবং বঁটি দা পাওয়া গেছে। একাধিক ব্যক্তি এ ঘটনা ঘটিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে তাৎক্ষণিক হত্যাকা-ের কারণ নির্ণয় করা সম্ভব হচ্ছে না। পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাড়ি ঘিরে রেখেছে। আলামত সংগ্রহে সিআইডির ফরেনসিক বিভাগকে খবর দেয়া হয়েছে।
×