ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ত্রাণ বিতরণের আগে কাদের

করোনা আর গরিবদের সুরক্ষা- দুই ফ্রন্টে লড়তে হচ্ছে

প্রকাশিত: ১০:৪৫, ২৪ এপ্রিল ২০২০

করোনা আর গরিবদের সুরক্ষা- দুই ফ্রন্টে লড়তে হচ্ছে

বিশেষ প্রতিনিধি ॥ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, করোনাভাইরাসের কারণে বর্তমানে আমাদের দুটি ফ্রন্টে লড়তে হচ্ছে। একটি করোনাভাইরাস মোকাবেলা, আরেকটি হচ্ছে আমাদের গরিব মানুষদের সুরক্ষা দেয়া। এই দুটি ফ্রন্টে আমরা লড়ে যাচ্ছি শেখ হাসিনার নেতৃত্বে। তাই কর্মহারা মানুষ যারা মুখে কিছু বলতে পারে না তাদের খুঁজে বের করে বাড়ি বাড়ি গিয়ে ত্রাণ পৌঁছে দিতে আওয়ামী লীগের নেতাকর্মীদের তিনি নির্দেশ দেন। বৃহস্পতিবার ধানমণ্ডির আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলের ত্রাণ উপ-কমিটির উদ্যোগে অসহায় গরিব মানুষের মাঝে প্রতিনিধির মাধ্যমে খাদ্যসামগ্রী বিতরণের আগে নিজ বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সংযুক্ত হয়ে ওবায়দুল কাদের এ নির্দেশ দেন। নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, যারা কর্ম হারিয়ে দিশেহারা হয়ে ঘরে বসে আছে, অথচ মুখে বলতে পারে না- তাদের খুঁজে খুঁজে বাড়ি গিয়ে ত্রাণ দিতে হবে। আমাদের দলীয় প্রধান শেখ হাসিনার নির্দেশে আওয়ামী লীগ সারাদেশে ত্রাণ তৎপরতা এবং চিকিৎসা সামগ্রী বিতরণ করছে। আওয়ামী লীগের নেতাকর্মীরা জনগণের পাশে আছেন। অসহায় মানুষের পাশে আছেন। তিনি বলেন, গরিব, নিম্নমধ্যবিত্ত অনেক মানুষ আছেন যারা আজ কর্ম হারিয়ে দিশেহারা। অনেকেই মুখে বলতে পারছেন না, কিন্তু ভেতরে ভেতরে অনেক কষ্টের মধ্যে দিনাতিপাত করছেন। এসব লোকদের খুঁজে তাদের মাঝে আওয়ামী লীগের ত্রাণ উপ-কমিটি যে খাদ্য ও চিকিৎসাসামগ্রী বিতরণের উদ্যোগ নিয়েছেন এটা প্রশংসনীয়। করোনাভাইরাসের কারণে সামনে আরও দুর্গম পথ পাড়ি দিতে হবে জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই সঙ্কট প্রলম্বিত হওয়ার কথা বলেছে। এর অর্থ এই সঙ্কট আরও বহুদিন আমাদের সঙ্গে থাকবে। আমাদের অনেক পথ চলতে হবে। এখনও অনেক দুর্গম পথ পাড়ি দিতে হবে। তবে ভয়ের কারণ নেই, শেখ হাসিনার নেতৃত্বে আমরা ভয়কে জয় করব। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ যাবত প্রমাণ করেছেন কীভাবে ক্রাইসিসকে সম্ভাবনায় পরিণত করা যায়। আমরা সেই রকম এক নেত্রীর নির্দেশনায় কাজ করে যাচ্ছি।’ ওবায়দুল কাদের বলেন, আমরা এখন দুটি জিনিসের বিরুদ্ধে যুদ্ধ করছি। এর একটা যুদ্ধ হচ্ছে করোনাভাইরাসকে প্রতিরোধ করা। আরেকটা যুদ্ধ হচ্ছে আমাদের গরিব ও অসহায় মানুষকে প্রটেকশন দেয়া। এই দুই লড়াই আমরা করে যাচ্ছি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে। সঙ্কট মোকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে-বিদেশে সাহসী নেতা হিসেবে সুপরিচিত উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, আমাদের নেতৃত্বে এমন একজন আছেন যিনি বাংলাদেশের অনেক সঙ্কটের সাহসী এবং পরীক্ষিত নেতা। তার হাতে যে দায়িত্ব তাতে জনগণ আস্থা রাখতে পারেন। শেখ হাসিনার সৎ ও পরিচ্ছন্ন নেতৃত্বে যে করোনা প্রতিরোধ লড়াইয়ে নেমেছি, এই লড়াইয়ে বিজয় আমাদের হবেই। কৃষকের ধান কাটা কর্মসূচীতে ছাত্রলীগ, কৃষকলীগ, স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ অংশ নেয়ায় তাদের ধন্যবাদ জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। ভিডিও কনফারেন্সে আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য বেগম মতিয়া চৌধুরী বলেন, শেখ হাসিনার নেতৃত্বে করোনাভাইরাস মোকাবেলায় আওয়ামী লীগের নেতাকর্মীরা সারাদেশে কাজ করে যাচ্ছে। এই সঙ্কটকে সম্ভাবনায় পরিণত করবেন আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আল্লাহ আমাদের সহায় হবেন। পরে দেশের আলেম-ওলামা, মোটরচালক লীগ, মহিলা শ্রমিক লীগ, ফটো জার্নালিস্ট, মুক্তিযোদ্ধা ও বিভিন্ন ইলেক্ট্রনিক মিডিয়ার প্রতিনিধিদের মধ্যে করোনা প্রতিরোধক এবং প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এ সময় আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য ও সাবেক কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, উপ দফতর সম্পাদক সায়েম খান, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ প্রমুখ উপস্থিত ছিলেন।
×