ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

হোয়াটসএ্যাপে ইনফোবট সার্ভিস চালু

প্রকাশিত: ১০:২৭, ২৪ এপ্রিল ২০২০

হোয়াটসএ্যাপে ইনফোবট সার্ভিস চালু

করোনা ভাইরাসের মহামারীতে জনগণের কাছে সহজে সর্বশেষ তথ্য পৌঁছে দেয়ার জন্য “কোভিড-১৯ ইমার্জেন্সি রেসপন্স এবং প্যান্ডেমিক প্রিপেয়ারডনেস”-প্রকল্পের সহযোগিতায় স্বাস্থ্য অধিদফতর; স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং আইসিটি বিভাগ, তথ্য ও যোগাযোগ মন্ত্রণালয় হোয়াটসএ্যাপে একটি ইনফোবট সার্ভিস চালু করা হয়েছে। এখানে সহজেই কোভিড-১৯ নিয়ে বিভিন্ন তথ্য বাংলায় পাওয়া যাবে। কোভিড-১৯ (গবর্মেন্ট অব বাংলাদেশ ডিজি হেলথ সার্ভিসেস) শিরোনামে হোয়াটসএ্যাপে +৮৮০১৬৭৮৩৮০০৫৬ বা +৮৮০১৬৭৮৩৮০০৫৬ নম্বরটিতে এই সেবা নেয়া যাবে। আপনার মোবাইল কন্ট্যাক্টে নাম্বারটি সেভ বা সংরক্ষণ করতে হবে এবং ইংরেজিতে ‘ঐবষষড়’ এবং বাংলায় ‘হ্যালো’ লিখে সেবাটিতে সংযুক্ত হতে হবে। এর মাধ্যমে সর্বশেষ তথ্য ও বিবিধ সেবা গ্র্রহণ করা যাবে। এই অফিসিয়াল সেবার মাধ্যমে সহজেই দেশের কোভিড-১৯ সংক্রান্ত সার্বিক অবস্থার সারসংক্ষেপ জানা যাবে। এছাড়া এ রোগটির প্রতিরোধ, উপসর্গ, চিকিৎসা, ঝুঁকি, ভ্রমণ সংক্রান্ত উপদেশ এবং সরকারি হেল্পলাইন সংক্রান্ত সকল তথ্যও জানা যাবে। -বিজ্ঞপ্তি
×