ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রাজশাহীতে রেলের তেল চুরি ॥ কর্মকর্তা বরখাস্ত

প্রকাশিত: ০৯:২১, ২৪ এপ্রিল ২০২০

রাজশাহীতে রেলের তেল চুরি ॥ কর্মকর্তা বরখাস্ত

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ চলমান করোনা সঙ্কটের মুখে লকডাউনের মধ্যে রাজশাহী পশ্চিম রেলওয়ের ওয়াগান থেকে বিপুল পরিমাণ তেল চুরির ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। এই ঘটনায় রাজশাহী রেলওয়ের এক কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরের দিকে রেলওয়ে স্টেশন এলাকার তেল পাম্পে এই চুরির ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন পশ্চিম রেলওয়ের চীফ ইলেকট্রিক ইঞ্জিনিয়ার সফিকুর রহমান। তিনি জানান, তেল চুরির ঘটনায় জড়িত থাকার দায়ে সিনিয়র সাব এসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আবদুল হাসানকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। এই ঘটনায় তার বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।
×