ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

খুলনায় ধান কেটে দিচ্ছেন ছাত্র-যুবলীগ নেতাকর্মী

প্রকাশিত: ০৯:১৯, ২৪ এপ্রিল ২০২০

খুলনায় ধান কেটে দিচ্ছেন ছাত্র-যুবলীগ নেতাকর্মী

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ করোনাভাইরাসের কারণে শ্রমিক সঙ্কট দেখা দেয়ায় খুলনায় কৃষকের বোরো ও ইরি ধান কেটে দিচ্ছে যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা। বৃহস্পতিবার দৌলতপুরের দেয়ানা বিলের আজহার আলী মোড়ল নামে এক কৃষকের তিন বিঘা জমির ধান কেটে দেন তারা। এ মহামারীর সময়ে বিনা পারিশ্রমিকে ধান কেটে দেয়ায় খুশি কৃষকসহ এলাকাবাসী। খুলনা মহানগর যুবলীগের আহ্বায়ক শফিকুর রহমান পলাশ ও ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রাসেলের নেতৃত্বে সংগঠনের নেতা-কর্মীরা এই ধান কাটা কর্মসূচীতে অংশগ্রহণ করেন। নগর যুবলীগের আহ্বায়ক শফিকুর রহমান পলাশ জানান, ধানকাটা শ্রমিক সঙ্কটের ফলে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে হতদরিদ্র ও বর্গাচাষীদের ধান কেটে দেয়ার উদ্যোগ নেয়া হয়েছে। এর অংশ হিসেবে বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত ৩০ সদস্যের একটি দল দেয়ানার কৃষক আজহার আলীর তিন বিঘা জমির ধান কেটে দেয়া হয়েছে। এছাড়া বটিয়াঘাটার হরিণটানা এলাকায় এক দরিদ্র কৃষকের ৫০ শতক জমির ধান ছাত্রলীগের সুজনের নেতৃত্বে ২০ জন নেতাকর্মী কেটে দিয়েছে। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুসারে ছাত্র ও যুবলীগ নেতাকর্মীরা কৃষকদের পাশে দাঁড়িয়েছেন। এজন্য কয়েকটি দলে ভাগ করা হয়েছে। প্রথমে মহানগরীর আশপাশের এলাকায় ধান কেটে দেয়ার পর জেলার তেরখাদাসহ বিভিন্ন উপজেলায় ধান কেটে দেয়া হবে। শুধু কাটা নয়, ধান কৃষকের ঘরে পৌঁছে দেয়ার কাজও তারা করবেন বলে তিনি জানান। এদিকে দৌলতপুরের দেয়ানা বিলের কৃষক আজহার মোড়ল বলেন, তিনি কিছু শ্রমিক নিয়ে প্রতি বছর ৫ বিঘা জমি চাষ করেন এবং ধান কেটে ঘরে তোলেন। এবার শ্রমিকের অভাবে ধান কাটতে পারছিলেন না। যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ এসে সাহায্য করেছেন। এতে তিনি খুবই খুশি। বরিশাল স্টাফ রিপোর্টার বরিশাল থেকে জানান, ধানকাটার জন্য বরিশাল থেকে নিজ এলাকা চাঁপাইনবাবগঞ্জে ফেরত পাঠানো হলো ৬২ শ্রমিককে। বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ শাহাবুদ্দিন খানের নির্দেশে তাদের ফেরত পাঠিয়েছে ট্রাফিক বিভাগ। বৃহস্পতিবার সকালে বরিশাল মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেলের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। সূত্রে জানা গেছে, দেশের বর্তমান করোনাভাইরাস বিষয়ক পরিস্থিতিতে প্রধানমন্ত্রী কৃষি ও ধান কাটা মৌসুমের প্রতি বিশেষ গুরুত্ব আরোপ করেছেন। তারই ধারাবাহিকতায় চাঁপাইনবাবগঞ্জে ধানকাটা শ্রমিক পাঠিয়েছে মেট্রোপলিটন পুলিশ। বরিশালে ঠিকাদারভিত্তিক ভবন নির্মাণ কাজে কর্মরত চাঁপাইনবাবগঞ্জ থেকে আসা ৬২ জন শ্রমিক ধানকাটা মৌসুম উপলক্ষে নিজ এলাকায় ফিরে যেতে চান। তবে ঠিকাদার এতে অসম্মতি জানায়। নড়াইল নিজস্ব সংবাদদাতা, নড়াইল থেকে জানান, এবার কৃষকের ধান কেটে দিচ্ছে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ নড়াইল জেলা শাখার ৩০ নেতা-কর্মী। করোনাভাইরাসের কারণে চলতি বোরো মৌসুমে শ্রমিক সঙ্কট দেখা দিয়েছে। এ অবস্থায় হতদরিদ্র ও বর্গা চাষীদের ধান কেটে দেয়ার উদ্যোগ নিয়েছে স্বেচ্ছাসেবক লীগ। নড়াইলের বিভিন্ন এলাকায় স্বেচ্ছাসেবক লীগের একটি টিম হতদরিদ্র ও বর্গা চাষীদের বিনা পারিশ্রমিকে ধান কেটে দেবে। মাদারীপুর নিজস্ব সংবাদদাতা মাদারীপুর থেকে জানান, করোনাভাইরাস সংক্রমণের কারণে চলতি বোরো মৌসুমে ধানকাটা শ্রমিক সঙ্কট দেখা দিয়েছে। এ অবস্থায় জেলার রাজৈর উপজেলায় হতদরিদ্র ও বর্গাচাষীদের ধান কেটে দেয়ার উদ্যোগ নিয়েছে উপজেলার ছাত্রলীগের নেতাকর্মীরা। বৃহস্পতিবার সকালে উপজেলার ২০ সদস্যের একটি দল কদমবাড়ি ইউনিয়নের মধ্যপাড়া এলাকার মুক্তিযোদ্ধা নিখিল বিশ্বাস নামে এক কৃষকের ধান কেটে দেন তারা। এ সময় উপস্থিত ছিলেন রাজৈর উপজেলা ছাত্রলীগের সভাপতি জাহিদ হাসান মুকিম, সহ-সভাপতি শাহিন মাতুব্বর, সাংগঠনিক সম্পাদক কবির সরদার, জয় শিকদার, দফতর সম্পাদক ইমামুল হোসেন, সদস্য অমিত, আবির, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শামিন্দ্র গাইন, সাধারণ সম্পাদক বলাই গাইন প্রমুখ। মহামারীর সময় বিনা পারিশ্রমিকে ধান কেটে দেয়ায় খুশি এলাকাবাসী। বাগেরহাট স্টাফ রিপোর্টার বাগেরহাট থেকে জানান, ধান কাটার মৌসুমে যখন চাষী শ্রমিক সঙ্কটে চিন্তিত, সেই মুহূর্তে বাগেরহাট থেকে দুই শতাধিক ধান কাটার শ্রমিক পাঠানো হয়েছে বরিশালে। বাগেরহাট জেলা পুলিশের উদ্যোগে স্বাস্থ্যবিধি মেনে বৃহস্পতিবার সকালে রামপাল উপজেলার ডাকরা থেকে বরিশালের উদ্দেশে জলজপথে এই শ্রমিক পাঠানোর কার্যক্রম শুরু করা হয়। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান, সহকারী পুলিশ সুপার আসিফ ইকবাল, স্থানীয় ইউপি চেয়ারম্যান নুরুল আমিনসহ পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পাঠানো শ্রমিকদের শরীরে জীবাণুনাশক ছিটানো হয় এবং মাস্ক ও সাবান বিতরণ করা হয়। মঠবাড়িয়া সংবাদদাতা মঠবাড়িয়া পিরোজপুর থেকে জানান, মঠবাড়িয়ায় এক কৃষকের ধান কেটে দিল স্বেচ্ছাসেবক লীগের নেতা কর্মীরা। বৃহস্পতিবার সকালে উপজেলার মিরুখালী ইউনিয়নের বড় শৌলা গ্রামের জাহাঙ্গীর হোসেনের এক একর জমির ইরিধান কেটে ওই কৃষকের বাড়ির উঠোনে পৌঁছে দেয় বলে জানা গেছে। স্বেচ্ছাশ্রমে এ ধান কাটায় অংশগ্রহণ করেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক গোপাল রায়, যুগ্ম সাধারণ সম্পাদক মিঠু, সাংগঠনিক সম্পাদক রাকিব রাজসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের প্রায় ৩০ জন নেতা কর্মী। কৃষক জাহাঙ্গীর হোসেন বলেন, করোনার এ সঙ্কটময় পরিস্থিতিতে কোথাও শ্রমিক না পাওয়ায় স্বেচ্ছাসেবকলীগ নেতাকর্মীরা আমার ধান কেটে দেয়ায় আমার অনেক উপকার হয়েছে।
×