ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

কিশোরগঞ্জে জীপের ধাক্কায় নিহত দুই

প্রকাশিত: ০৯:১৮, ২৪ এপ্রিল ২০২০

কিশোরগঞ্জে জীপের ধাক্কায় নিহত দুই

নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ, ২৩ এপ্রিল ॥ জেলাকে বাজিতপুরে জিপের ধাক্কায় বাইসাইকেল আরোহী শিশু ও কিশোর ঘটনাস্থলেই নিহত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার সরারচর বোর্ডবাজার এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। পুলিশ ও স্থানীয় জানায়, বাজিতপুরের পিরিজপুর মিরারকান্দি গ্রামের ফুরকান মিয়ার ছেলে বায়েজিদ (৯) ও আউয়াল মিয়ার ছেলে নাদিম (১৫) দুপুর আড়াইটার দিকে উজানচর থেকে বাইসাইকেলে চরে পিরিজপুরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে সরারচর বোর্ডবাজার এলাকায় বাজিতপুর থেকে আসা দ্রুতগামী একটি জিপ অন্য একটি অটোরিক্সাকে ধাক্কা দেয়ার পর সাইকেলটিকে ধাক্কা দিলে রাস্তার পাশে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যায় শিশু বায়েজিদ। বাজিতপুর হাসপাতালে নেয়ার পথে মারা যায় কিশোর নাদিম। রূপগঞ্জে দুই নিজস্ব সংবাদদাতা রূপগঞ্জ থেকে জানান, রূপগঞ্জে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। বৃহস্পতিবার সকাল ৮টার দিকে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের আধুরিয়া চেকপোস্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন নেত্রকোনা জেলার মদন উপজেলার চানগাঁও এলাকার কালু মুন্সির ছেলে আলী মিয়া (৭০) ও বরিশাল জেলা সামসুল মিয়ার ছেলে তোফাজ্জল হোসেন (৩০)। দুর্ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়। ঝালকাঠিতে বৃদ্ধ নিজস্ব সংবাদদাতা ঝালকাঠি থেকে জানান, সড়ক দুর্ঘটনায় মুনছুর আলী হাওলাদার নামে (৭০) এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে শহরের কৃষ্ণকাঠি এলাকায় টমটমগাড়ির চাপায় তার মৃত্যু হয়। নিহত মুনছুর হাওলাদার শহরের কবিরাজ বাড়ি এলাকার বাসিন্দা। জেলা যুব সংহতির সাধারণ সম্পাদক ইউনুস হাওলাদারের বাবা। পুলিশ জানায়, টমটমটি গুরুদম সেতুতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পথচারী মুনছুর আলী হাওলাদারকে চাপা দেয়। গুরুতর অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে বরিশাল শেরে বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। টঙ্গীতে বাইক চালক নিজস্ব সংবাদদাতা, টঙ্গী থেকে জানান, টঙ্গী রেলগেটের আহসান উল্লাহ মাস্টার এমপি উড়াল সেতু থেকে মোটরসাইকেলসহ নিচে পড়ে এক হোটেল মালিকের মৃত্যু হয়েছে। ফাঁকা রাস্তায় দ্রুত গতিতে মোটরসাইকেল চালানোর সময় বুধবার রাতে এ ঘটনা ঘটে। নিহতের নাম হৃদয় (২৫)। পিতার নাম সফিউদ্দিন। তাদের বাসা টঙ্গী মাছিমপুর এলাকায়। টঙ্গী পূর্ব থানার ওসি আমিনুল ইসলাম জানান, হৃদয় দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে টঙ্গী স্টেশন রোডের দিকে আসছিল। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে উড়াল সেতু থেকে মোটরসাইকেলসহ হৃদয় নিচে পড়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে টঙ্গী আহসান উল্লাহ মাস্টার এমপি হাসপাতালে নেয়া হলে ডাক্তাররা তাকে ঢাকা মেডিক্যালে পাঠান। সেখানে সে মারা যায়। মোহনগঞ্জে যুবক নিজস্ব সংবাদদাতা মোহনগঞ্জ নেত্রকোনা থেকে জানান, মোহনগঞ্জ থানা রোডের বসুন্ধরা এলাকায় বৃহস্পতিবার সকালে মিলন বর্মণ (৪০) নামে এক যুবকের ট্রাক চাপায় মৃত্যু হয়েছে। সে দৌলতপুর গ্রামের হেম চরণ বর্মণের ছেলে। এলাকাবাসী জানায়, বৃহস্পতিবার সকালে ট্রাকটি মোহনগঞ্জ থেকে রওনা দিয়ে ধর্মপাশা যাওয়ার পথে বসুন্ধরা এলাকায় এলে মিলন রাস্তা পার হওয়ার চেষ্টা করলে এ দুর্ঘনা ঘটে। পরে এরাকাবাসী তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্মরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
×