ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

রোজায় ক্লিয়ারিং হাউস চালুর নতুন সময়সূচী

প্রকাশিত: ০৯:১৭, ২৪ এপ্রিল ২০২০

রোজায় ক্লিয়ারিং হাউস চালুর নতুন সময়সূচী

অর্থনৈতিক রিপোর্টার ॥ পবিত্র রমজান মাসে সাধারণ ছুটির সময়ও বাংলাদেশ অটোমেটেড ক্লিয়ারিং হাউস (বিএসিএইচ) বা কেন্দ্রীয় ব্যাংকের স্বয়ংক্রিয় নিকাশ ঘরের কার্যক্রম সীমিত পরিসরে চালু থাকবে। বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত এক নির্দেশনা জারি করেছে। এতে রমজান মাসে বিএসিএইচ চালুর নতুন সময়সূচী ঘোষণা করা হয়েছে। নতুন নির্দেশনা বলা হয়েছে, রমজান মাসে ৫ লাখ টাকার বেশি অঙ্কের চেক ক্লিয়ারিংয়ের জন্য বেলা সাড়ে ১১টার মধ্যে পাঠাতে হবে। এসব চেক দুপুর দেড়টার মধ্যে নিষ্পত্তি হবে। আর যে কোন রেগুলার চেক বেলা ১২টার মধ্যে ক্লিয়ারিং হাউসে পাঠাতে হবে। এসব চেক নিষ্পত্তি হবে বিকেল ৩টার মধ্যে। পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত সরকার ঘোষিত সাধারণ ছুটির দিনগুলোতে এই সময়ে চেক ক্লিয়ারিং করবে বিএসিএইচ। সীমিত ব্যাংকিংয়ে বন্ডের টাকা পরিশোধের নির্দেশ অর্থনৈতিক রিপোর্টার ॥ করোনাভাইরাসের প্রাদুর্ভাব রোধে সাধারণ ছুটির সময় সীমিত ব্যাংকিং কার্যক্রম চালু রয়েছে। এ সময়েই বিভিন্ন ধরনের বন্ডের টাকা পরিশোধের নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের ডেট ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়েছে। সাধারণ ছুটিতে ব্যাংকের বিভিন্ন কার্যক্রম চালু থাকলেও বন্ডের টাকা পরিশোধের বিষয়ে আলাদাভাবে কোন নির্দেশনা ছিল না।
×