ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ২ কোটি টাকা দিল বিএসইসি

প্রকাশিত: ০৯:১৫, ২৪ এপ্রিল ২০২০

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ২ কোটি টাকা দিল বিএসইসি

অর্থনৈতিক রিপোর্টার ॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ ও কল্যাণ তহবিলে অনুদান দিচ্ছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। করোনা মোকাবিলায় এই তহবিলে ২ কোটি টাকা দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। বৃহস্পতিবার অনুষ্ঠিত এক জরুরি কমিশন বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। বিএসইসি সূত্রে এই তথ্য জানা গেছে। এর আগে পুঁজিবাজারের আরও দুই স্টেকহোল্ডার করোনায় দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছে। প্রতিষ্ঠান দুটি হচ্ছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) ও বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স এ্যাসোসিয়েশন (বিএমবিএ)। এদিকে বিনিয়োগকারীদের একটি অংশ আক্ষেপ করে বলছেন, তাদের মধ্যেও অনেকের এখন না খেয়ে থাকার মতো অবস্থা। অনেকেই মার্চ মাসের বেতন পাননি। যাদের ক্ষুদ্র ব্যবসা তাদেরও সব আয় বন্ধ। সঞ্চয়ের পুরো টাকা পুঁজিবাজারে। লেনদেন বন্ধ থাকার কারণে এই সেখান থেকেও কোনো টাকা উত্তোলন করতে পারছেন না। কিন্তু এমন নাজুক অবস্থায়ও তাদের কারো কাছে হাত পাতার উপায় নেই। তাই পুঁজিবাজার সংশ্লিষ্টরা অন্যদের সহায়তা করার আগে এমন দুর্দশায় পড়া বিনিয়োগকারীদের প্রতি সহায়তার হাত বাড়িয়ে দিলে সেটি অনেক ভাল হতো।
×