ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বেতন পেতে শ্রমিকদের দিতে হবে হাজারে ৪ টাকা

প্রকাশিত: ০৮:৫২, ২৩ এপ্রিল ২০২০

বেতন পেতে শ্রমিকদের দিতে হবে হাজারে ৪ টাকা

অর্থনৈতিক রিপোর্টার ॥ সরকারের প্রণোদনার আওতায় বেতন-ভাতার জন্য মোবাইল ফাইনানশিয়াল সার্ভিসের ক্যাশ আউট চার্জ হিসেবে শ্রমিকদের খরচ হবে প্রতি হাজারে ৪ টাকা করে। ক্যাশ আউটের এই চার্জ নির্ধারণ করে দিয়ে বাংলাদেশ ব্যাংক বৃহস্পতিবার একটি সার্কুলার জারি করেছে। তাতে বলা হয়েছে, শ্রমিকদের বেতন-ভাতার টাকা ক্যাশ আউটের ক্ষেত্রে মোবাইল আর্থিক সেবাদাতা কোম্পানিগুলো (এমএফএস) প্রতি হাজারে ৮ টাকা ফি নিতে পারবে। এর মধ্যে ৪ টাকা কাটা হবে যে ব্যাংক থেকে শ্রমিকদের কাছে বেতন-ভাতা যাবে তাদের কাছ থেকে। আর বাকি ৪ টাকা শ্রমিক-কর্মচারীদের কাছ থেকে আদায় করা হবে। দেশের সবচেয়ে বড় মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান বিকাশ বর্তমানে যে কোনো গ্রাহকের কাছ থেকে এক হাজার টাকা ক্যাশ আউটের জন্য (টাকা উত্তোলন) ১৮ টাকা ৫০ পয়সা ফি নিয়ে থাকে। আর বিকাশ অ্যাপের মাধ্যমে ক্যাশ আউটে নেওয়া হয় ১৭ টাকা ৭০ পয়সা। ডাচ-বাংলা ব্যাংকের রকেটসহ অন্যান্য মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠানগুলোও বিকাশের মতো একই হারে ফি নিয়ে থাকে। তবে ডাক বিভাগের সেবা নগদ আগে প্রতি হাজার ক্যাশ আউটের জন্য ১৪ টাকা ৫০ পয়সা নিলেও করোনাভাইরাস সংকটের মধ্যে ১০ টাকা করে নিচ্ছে। এদিকে বাংলাদেশ ব্যাংকের নির্দেশ অনুযায়ী, সবগুলো মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠানিই এখন দিনে এক হাজার টাকা ক্যাশ আউটের জন্য কোনো চার্জ নিচ্ছে না।
×