ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

সীমিত ব্যাংকিংয়ে বন্ডের টাকা পরিশোধের নির্দেশ

প্রকাশিত: ০৮:৫১, ২৩ এপ্রিল ২০২০

সীমিত ব্যাংকিংয়ে বন্ডের টাকা পরিশোধের নির্দেশ

অর্থনৈতিক রিপোর্টার ॥ করোনাভাইরাসের প্রার্দুভাব রোধে সাধারণ ছুটির সময় সীমিত ব্যাংকিং কার্যক্রম চালু রয়েছে। এ সময়েই বিভিন্ন ধরনের বন্ডের টাকা পরিশোধের নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের ডেট ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়েছে। সাধারণ ছুটিতে ব্যাংকের বিভিন্ন কার্যক্রম চালু থাকলেও বন্ডের টাকা পরিশোধের বিষয়ে আলাদাভাবে কোনো নির্দেশনা ছিল না। তাই ওযয়েজ আর্নার ডেভেলপমেন্ট বন্ড, ইউএস ডলার ইনভেস্টমেন্ট বন্ড এবং ইউএস ডলার প্রিমিয়াম বন্ড নগদায়ন কার্যক্রম শুরু করতে এ নির্দেশনা দিল বাংলাদেশ ব্যাংক। সার্কুলারে বলা হয়, আগে থেকেই মেয়াদপূর্তি সাপেক্ষে জাতীয় সঞ্চয়পত্র এবং কুপনের অর্থ পরিধোদের কার্যক্রম চালু রয়েছে। তবে মাঝেমধ্যে সমস্যায় পড়েছেন বন্ডের বিনিয়োগকারীরা। তাই মেয়াদপূর্তির আগে অথবা মেয়াদপূর্তির পর এনআরবি বান্ড (ওয়েজ আর্নার ডেভেলপমেন্ট বন্ড, ইউএস ডলার ইনভেস্টমেন্ট বন্ড এবং ইউএস ডলার প্রিমিয়াম বন্ড) নগদায়ন ও কুপন প্রদান সংক্রান্ত কার্যক্রম চালু রাখার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এ ছাড়া চলমান সীমিত ব্যাংকিং কার্যক্রমের মধ্যেই এনআরবি বন্ডগুলোর নগদায়ন ও কুপন বিক্রির প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেয়া হয়েছে।
×