ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ইতিহাস গড়া জার্সিটি নিলামে তুলছেন সাবেক ফিফা রেফারি তৈয়ব

প্রকাশিত: ০৮:২২, ২৩ এপ্রিল ২০২০

ইতিহাস গড়া জার্সিটি নিলামে তুলছেন সাবেক ফিফা রেফারি তৈয়ব

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশের সাবেক ফিফা রেফারি তৈয়ব হাসান। ২০১৩ সালে কাঠমান্ডুতে তিনি দক্ষিণ এশিয়ার প্রথম রেফারি হিসেবে সাফের ফাইনাল পরিচালনা করেন। সে ম্যাচে ভারতকে ২-০ গোলে হারিয়ে আফগানিস্তান চ্যাম্পিয়ন হয়। এই ম্যাচে যে জার্সিটি পরে খেলা পরিচালনা করেন তৈয়ব, সেটিই নিলামে তোলার ইচ্ছা তাঁর। সাতক্ষীরার বাড়িতে থেকেই তিনি বলেন, ‘আমি হয়তো কোন ক্রীড়াবিদ নই। নামী-দামিও কেউ নই। কিন্তু তারপরও ভেবেছি এই করোনা-ক্রান্তিকালে অসহায় মানুষের জন্য কিছু করা উচিত। আমার সামান্য আর্থিক অনুদানে যদি একটি মানুষও উপকৃত হয় সেটিই হবে আমার স্বার্থকতা। তাই সাফ ফাইনালের জার্সিটি নিলামে তুলবো। সেটা থেকে প্রাপ্ত অর্থ করোনায় ক্ষতিগ্রস্থদের দেব।’ বাংলাদেশের কোন রেফারি হিসেবে সবচেয়ে বেশি আন্তর্জাতিক ম্যাচ পরিচালনা করার রেকর্ড তৈয়বেরই। টানা ১০ বছর এএফসির এলিট প্যানেলে ছিলেন। এটিও রেকর্ড। এশিয়ার সেরা ২৫ রেফারির তালিকায়ও ঢুকেছিলেন তিনি। আন্তর্জাতিক রেফারি ছিলেন ১৯৯৯-২০১৬ পর্যন্ত। দীর্ঘ ১৮ বছরে ১০০-এর বেশি আন্তর্জাতিক ম্যাচ পরিচালনা করেন। বিশ্বকাপ বাছাই, অলিম্পিক বাছাই, এএফসি চ্যাম্পিয়ন্স লিগ, এএফসি কাপ, দুটি এশিয়ান গেমস, এএফসি বিভিন্ন টুর্নামেন্টের ফাইনাল রাউন্ড, সাফ, সাফ গেমসসহ অনেক ম্যাচ পরিচালনার অভিজ্ঞতা আছে তার। বর্তমানে বাংলাদেশের রেফারি ইন্সটাক্ট্রর হিসেবে কাজ করছেন। তিনি আন্তর্জাতিক রেফারি পুরস্কারে ভূষিত।
×