ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বরিশালে মোবাইল কোর্টে জরিমানা

প্রকাশিত: ০৬:০৪, ২৩ এপ্রিল ২০২০

বরিশালে মোবাইল কোর্টে জরিমানা

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ বিসিক শিল্প নগরীসহ বিভিন্ন এলাকায় বৃহস্পতিবার দুপুরে অভিযান চালিয়ে আটটি প্রতিষ্ঠান থেকে ১ লাখ ৩৩ হাজার ৫শ’ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এরমধ্যে বিসিকের নিয়ম না মেনে শিল্প প্রতিষ্ঠান না করে গুদাম ঘর করার অপরাধে দুটি গুদাম ঘরকে সিলগালা করাসহ ৫০হাজার টাকা করে ১ লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া অপ্রয়োজনে দোকান খোলা রাখায় বিভিন্ন দোকান মালিকের কাছ থেকে ৩৩ হাজার ৫’শ টাকা জরিমানা করা হয়। মোবাইল কোর্ট দুটি পরিচালনা করেন জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট আতাউর রাব্বি ও নাজমুল হুদা। একইদিন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভ্রাম্যমান আদালতের বিচারক মোঃ শাহাদাৎ হোসেন গৌরনদী বন্দরে অভিযান চালিয়ে তিনটি দোকান ঘর খোলা রাখার দায়ে নয় হাজার টাকা ও তিনটি মোটরসাইকেলে আরোহীসহ অকারণে সড়কে বের হওয়ায় চার হাজার টাকা জরিমানা করেছেন।
×