ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

দক্ষিণী ইন্ডাস্ট্রির কলাকুশলীদের পাশে কঙ্গনা

প্রকাশিত: ২৩:৩৬, ২৩ এপ্রিল ২০২০

দক্ষিণী ইন্ডাস্ট্রির কলাকুশলীদের পাশে কঙ্গনা

অনলাইন ডেস্ক ॥ বলিউডের অনেক তারকাই কলাকুশলীদের পাশে দাঁড়াচ্ছেন। এবার তেমনই এক খবরে এলেন কঙ্গনা। দুঃসময়ে দক্ষিণী ইন্ডাস্ট্রির কলাকুশলীদের পাশে দাঁড়ালেন কঙ্গনা রানাওয়াত। ১০ লক্ষ টাকা অনুদান দিলেন দক্ষিণী ইন্ডাস্ট্রির ত্রাণ তহবিলে। ফিল্ম এমপ্লোয়িজ ফেডেরেশন অফ সাউথ ইন্ডিয়ার ত্রাণ তহবিলে ৫ লক্ষ টাকা দিয়েছেন ‘থালাইভি’ অভিনেত্রী কঙ্গনা। অন্যদিকে, ‘থালাইভি’ অর্থাত্ জয়ললিতার বায়োপিকের প্রোডাকশনের দুঃস্থ কর্মীদের জন্যে আরও ৫ লক্ষ টাকা দিয়েছেন এ বলিউড অভিনেত্রী। প্রসঙ্গত, তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী জয়ললিতার বায়োপিক ‘থালাইভি’তে মুখ্য ভূমিকায় দেখা যাবে কঙ্গনা রানাওয়াতকে। গত বছরই শুরু হয়েছে ছবির কাজ। কিন্তু লকডাউনের জেরে আপাতত শুটিং স্থগিত রয়েছে। অতঃপর সেটের দিন আনি দিন খাই মানুষগুলো পড়েছেন মহাবিপাকে। শুটিং বন্ধ থাকায় রোজগারের পথও বন্ধ। বাড়িতে মজুদ রসদও ফুরিয়েছে অনেকের। কারও কাছে বা আবার টাকাই নেই। এই পরিস্থিতিতে ‘থালাইভি’ সিনেমার মূল অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতই তাদের ত্রাতার ভূমিকায় অবতরণ করলেন। বলিউড তারকাদের মধ্যে তিনিই অবশ্য প্রথম, যিনি ফিল্ম এমপ্লোয়িজ ফেডারেশন অফ সাউথ ইন্ডিয়ার ত্রাণ তহবিলে অর্থ সাহায্য করলেন। এর আগে এফইএফএসআই-এর তহবিলে দৈনন্দিন পারিশ্রমিকের ভিত্তিতে যারা কাজ করেন তাদের জন্য ৫০ লক্ষ টাকা দিয়েছিলেন সুপারস্টার রজনীকান্ত, বিজয় সেতুপতি দান করেছিলেন ১০ লক্ষ টাকা।
×