ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

আজ শুরু হচ্ছে মানুষের দেহে করোনা প্রতিষেধকের পরীক্ষা

প্রকাশিত: ২২:২১, ২৩ এপ্রিল ২০২০

আজ শুরু হচ্ছে মানুষের দেহে করোনা প্রতিষেধকের পরীক্ষা

অনলাইন ডেস্ক ॥ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) স্পষ্ট করেই দিয়েছে, প্রতিষেধক ছাড়া করোনা-মুক্তির পথ নেই। ফেব্রুয়ারির শেষে ইজ়রাইল দাবি করেছিল, তারাই দেবে প্রথম ‘সুখবর’। তার পর প্রায় দু’মাস পেরিয়েছে— কোনও খবর নেই। আমেরিকায় একটি এবং চীনের দুটি সংস্থাও নাকি প্রতিষেধকের ক্লিনিক্যাল ট্রায়ালে অনেকটা এগিয়েছে। অনিশ্চয়তার এই আবহে ব্রিটেন আশ্বস্ত করল, আগামী সেপ্টেম্বরেই আসছে কোভিড-ভ্যাকসিন। আজ, বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে মানুষের উপরে সেই সম্ভাব্য প্রতিষেধকের পরীক্ষা। জার্মানিতেও এই ধরনের পরীক্ষায় সরকারি ছাড়পত্র মিলেছে। ব্রিটেনে পরীক্ষা হবে ৫০০ জনের উপর। ব্রিটেনের স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক জানান, এই প্রতিষেধকের সাফল্য নিয়ে অক্সফোর্ডের গবেষকেরা ৮০ ভাগ নিশ্চিত। এর জন্য অক্সফোর্ডকে ২ কোটি পাউন্ড দেওয়ার কথা ঘোষণা করেন মন্ত্রী। সারা বিশ্ব এখন অক্সফোর্ডের ‘চ্যাডক্স-১’ সম্ভাবনার দিকেই তাকিয়ে। এই গবেষণার নেতৃত্বে রয়েছেন ইবোলা প্রতিষেধক তৈরিতে দিশা দেখানো বিজ্ঞানী সারা গিলবার্ট। সূত্র : আনন্দবাজার পত্রিকা
×