ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সাধারণ ছুটিতে কাস্টম হাউস ও স্টেশন খোলা

প্রকাশিত: ১২:১২, ২৩ এপ্রিল ২০২০

সাধারণ ছুটিতে কাস্টম হাউস ও স্টেশন খোলা

জনকণ্ঠ ডেস্ক ॥ করোনাভাইরাস প্রার্দুভাবের সময় আমদানি-রফতানি কার্যক্রম চালু রাখার সুবিধার্থে দেশের সব কাস্টম হাউস ও কাস্টম স্টেশনে দাফতরিক কার্যক্রম চালু রাখার নির্দেশ দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। খবর ওয়েবসাইটের। বুধবার এনবিআরের কাস্টম ও নীতি বিভাগের জারি করা নির্দেশনায় বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ সরবরাহ শৃঙ্খলা স্বাভাবিক রাখার স্বার্থে, আমদানি-রফতানি কার্যক্রম নিরবচ্ছিন্ন রাখার সুবিধার্থে দেশের সব কাস্টম হাউস ও কাস্টম স্টেশনগুলোয় দাফতরিক কার্যক্রম পরিচালনা অব্যাহত রাখার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। তবে করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি এড়াতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুসরণ করতে হবে। দাফতরিক কার্যক্রম পরিচালনার সময় প্রতিরক্ষা ব্যবস্থা গ্রহণ এবং সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। এর আগে ৩০ মার্চ দেশজুড়ে প্রথমবারের মতো ১০ দিনের সাধারণ ছুটিতে দেশের সব কাস্টম হাউস ও শুল্ক স্টেশন সীমিত আকারে কার্যক্রম চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল এনবিআর।
×