ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

নারায়ণগঞ্জে ১৫ পুলিশ সদস্য আক্রান্ত, র‌্যাবের ২০ জন কোয়ারেন্টইনে

প্রকাশিত: ১২:১০, ২৩ এপ্রিল ২০২০

নারায়ণগঞ্জে ১৫ পুলিশ সদস্য আক্রান্ত, র‌্যাবের ২০ জন কোয়ারেন্টইনে

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ জেলা পুলিশে এ পর্যন্ত ১৫ জন সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তবে এরা সকলেই সুস্থ আছেন। বুধবার রাত ১০টায় জেলা পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে র‌্যাব-১১’র ২০ সদস্যকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১১’র অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আলেপ উদ্দিন। পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম জানান, জেলা পুলিশের ১৫ জন সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে ১ জন পরিদর্শক, ১ জন এএসআই ও বাকিরা কনস্টেবল। এদের মধ্যে জেলা পুলিশ লাইন্সে ৮ জন, বাসায় ৪ জন ও তিনজনকে রাজারবাগ পুলিশ হাসপাতালে আইসোলেশনে রাখা হয়েছে। এদের সকলেই সুস্থ রয়েছেন বলে তিনি জানান। র‌্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আলেপ উদ্দিন জানান, আমাদের ৩ জন সদস্যের করোনাভাইরাসের উপসর্গ দেখা দেয়ায় তাদের সংস্পর্শে আসায় মোট ২০ জনকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এদের সকলের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। নমুনা পরীক্ষার ফলাফল আসলে জানা যাবে কেউ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন কিনা। নারায়ণগঞ্জে আক্রান্ত ৪৯৯, মৃত্যু ২ ॥ গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে নারায়ণগঞ্জে আক্রান্ত হয়েছে ৬৯ জন। এ নিয়ে মোট ৪৯৯ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ২ জন। এ নিয়ে এ পর্যন্ত মারা গেছেন ৩৫ জন। বিষয়টি নিশ্চিত করেছেন জেলার সিভিল সার্জন মোহাম্মদ ইমতিয়াজ।
×