ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সিঙ্গাপুরে করোনায় আক্রান্ত ৪ হাজার বাংলাদেশী

প্রকাশিত: ১২:০৫, ২৩ এপ্রিল ২০২০

সিঙ্গাপুরে করোনায় আক্রান্ত ৪ হাজার বাংলাদেশী

জনকণ্ঠ ডেস্ক ॥ সিঙ্গাপুরে এখন পর্যন্ত প্রায় চার হাজার বাংলাদেশী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। যা দেশে আক্রান্তের সংখ্যার চেয়েও বেশি। তবে করোনায় আক্রান্ত হয়ে সিঙ্গাপুরে কোন বাংলাদেশী এখন পর্যন্ত মারা যাননি। খবর ওয়েবসাইটের। সিঙ্গাপুরে বাংলাদেশের হাইকমিশনার মোঃ মোস্তাফিজুর রহমান এ কথা জানিয়েছেন। বুধবার তিনি বলেন, সিঙ্গাপুর সরকার আক্রান্ত বাংলাদেশীর সঠিক সংখ্যা আনুষ্ঠানিকভাবে জানায়নি। তবে বিভিন্ন উৎস থেকে পাওয়া তথ্য অনুসারে আমাদের ধারণা, প্রায় চার হাজার বাংলাদেশী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বেশিরভাগ বাংলাদেশীর মধ্যে কেবল হালকা ধরনের কোভিড-১৯ এর লক্ষণ রয়েছে। দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ সিঙ্গাপুরে বুধবার টানা তৃতীয় দিনের মতো আক্রান্ত লোকের সংখ্যা এক হাজার ছাড়িয়ে গেছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটের তথ্য মতে, বুধবার আক্রান্ত এক হাজার ১৬ জনের মধ্যে মাত্র ১৫ জন স্থানীয়। বাকি এক হাজার একজন বিদেশী। সবমিলিয়ে দেশটিতে করোনাভাইরাসের সংক্রমিত লোকের সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে গেছে।
×