ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

করোনায় আদালত

আজ বৈঠকে বসছেন প্রধান বিচারপতি

প্রকাশিত: ১২:০৩, ২৩ এপ্রিল ২০২০

আজ বৈঠকে বসছেন প্রধান বিচারপতি

জনকণ্ঠ ডেস্ক ॥ করোনাভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতে আপীল বিভাগের বিচারপতিদের সঙ্গে বৃহস্পতিবার বৈঠকে মিলিত হচ্ছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। বুধবার এ তথ্য জানিয়েছেন সুপ্রীমকোর্টের মুখপাত্র মোহাম্মদ সাইফুর রহমান। খবর বাংলানিউজের। করোনাভাইরাসের কারণে ২৬ মার্চ থেকে সরকারী আদেশের সঙ্গে মিল রেখে আদালত অঙ্গনও বন্ধ রয়েছে। কেবল জরুরী প্রয়োজনে প্রত্যেক জেলায় একটি করে ম্যাজিস্ট্রেট কোর্ট খোলা রয়েছে। এ অবস্থায় সুপ্রীমকোর্ট বারের সভাপতি আমিন উদ্দিন ও সম্পাদক রুহুল কুদ্দুস কাজল স্বল্প পরিসরে কোর্ট চালু করতে প্রধান বিচারপতিকে অনুরোধ করেছেন। তখন প্রধান বিচারপতি তাদের বলেছেন, তিনি আপীল বিভাগের বিচারপতিদের সঙ্গে আলোচনা করে বিষয়টি বিবেচনা করবেন। এর মধ্যে আবার সুপ্রীমকোর্টের ১৪ আইনজীবী সীমিত পরিসরে এক/দুটি বেঞ্চ কিংবা অনলাইনে কোর্ট খোলার জন্য প্রধান বিচারপতিকে চিঠি দিয়েছেন। করোনাভাইরাস নিয়ে প্রয়োজনীয় আদেশ চেয়ে একটি বেঞ্চ গঠনে অপর দুই আইনজীবীও চিঠি দিয়েছেন। এছাড়া ঢাকা বারের সভাপতি-সাধারণ সম্পাদকও প্রধান বিচারপতি বরাবরে স্বাস্থ্যবিধি মেনে স্বল্প পরিসরে জজকোর্ট খোলার আবেদন করেছেন।
×