ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

‘প্লাজমা থেরাপি’ বাংলাদেশেও প্রয়োগের পরিকল্পনা

প্রকাশিত: ১১:৫৭, ২৩ এপ্রিল ২০২০

‘প্লাজমা থেরাপি’ বাংলাদেশেও প্রয়োগের পরিকল্পনা

জনকণ্ঠ ডেস্ক ॥ টিকা নেই এখনও, নেই নির্দিষ্ট ওষুধও; এই পরিস্থিতিতে কোভিড-১৯ আক্রান্তদের ‘প্লাজমা থেরাপি’ দিয়ে সারিয়ে তোলার যে চেষ্টা অন্য দেশগুলো শুরু করেছে, তা প্রয়োগের পরিকল্পনা করছে বাংলাদেশও। দেশে স্বাস্থ্য অধিদফতরের উদ্যোগে একদল চিকিৎসক এই পদ্ধতির ব্যবহার নিয়ে ইতোমধ্যেই কাজ শুরু করেছেন। মে মাসের প্রথম সপ্তাহে করোনাভাইরাসের রোগীদের মধ্যে পরীক্ষামূলকভাবে ‘প্লাজমা থেরাপি’ প্রয়োগ করা হবে বলে অধিদফতর জানিয়েছে। খবর বিডিনিউজের। স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিকসমূহ) ডাঃ আমিনুল হাসান বুধবার বলেন, ‘পরীক্ষায় সফল হলে তারা রোগীদের ওপর এই পদ্ধতি প্রয়োগ করবেন। আমরা একটি কারিগরি কমিটি করে দিয়েছি। তারা প্রটোকল তৈরি করছে। প্রটোকল তৈরি হলে আমরা কিছু টেস্ট করে দেখব প্লাজমা থেরাপি কতটা কাজ করে। পরীক্ষাটা শুরু করব মে মাসের প্রথম সপ্তাহে। এখানে ভাল ফল পেলে দ্রুতই আমরা রোগীদের মধ্যে প্লাজমা থেরাপি প্রয়োগ করব।’ নতুন করোনাভাইরাস বৈশ্বিক মহামারী আকার ধারণ করায় লাখ লাখ রোগী সামলাতে হিমশিম খাচ্ছে উন্নত দেশগুলোও। এই অবস্থায় নতুন এই রোগে আক্রান্তদের সারিয়ে তুলতে সেরে ওঠা ব্যক্তিদের রক্তের প্লাজমা অসুস্থদের দেয়ার চিকিৎসা পদ্ধতি প্রয়োগ করছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ নানা দেশ। রক্তের তরল, হালকা হলুদাভ অংশকে প্লাজমা বা রক্তরস বলে। তিন ধরনের কণিকা ছাড়া রক্তের বাকি অংশই রক্তরস। মেরুদণ্ডী প্রাণীর শরীরের রক্তের প্রায় ৫৫ শতাংশই রক্তরস।
×