ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শিরোপার দাবিদার মেসিরাই

প্রকাশিত: ১১:০৮, ২৩ এপ্রিল ২০২০

শিরোপার দাবিদার মেসিরাই

স্পোর্টস রিপোর্টার ॥ বর্তমান পরিস্থিতিতে চলতি মৌসুমে আর কোন খেলা হবে কিনা সন্দেহ। যে কারণে ঝুলে থাকা বিভিন্ন লীগের ভাগ্যে কি হবে এ নিয়ে আলোচনা চরমে। তবে লীগ বন্ধ হয়ে যাওয়ার আগে শীর্ষে থাকা দলগুলোর চ্যাম্পিয়ন ঘোষণা করার দাবি দিন দিন জোরালো হচ্ছে। এই যেমন স্প্যানিশ লা লিগায় শীর্ষে থাকা বার্সিলোনাকে চ্যাম্পিয়ন ঘোষণার পক্ষে মত দিচ্ছেন অনেকে। এই দলে এবার যোগ দিয়েছেন স্বয়ং বার্সার ক্রোয়েট মিডফিল্ডার ইভান রাকিটিচি। মার্চ মাসে স্থগিত হয়ে যাওয়া স্পেনের শীর্ষ লীগে ২৭ রাউন্ড শেষে ৫৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বর্তমান চ্যাম্পয়ন বার্সিলোনা। দ্বিতীয় স্থানে থাকা চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের চেয়ে তারা এগিয়ে আছে ২ পয়েন্টে। মৌসুমের শুরু থেকে তারা যা খেলেছে এবং লীগ টেবিলের শীর্ষে থাকতে যে কষ্ট করেছে, তার মূল্যায়ন করা উচিত বলে মনে করেন রাকিটিচ। সাক্ষাতকারে তিনি বলেন, আমরা সবাই আবারও খেলতে চাই এবং খেলেই শিরোপা জিততে চাই। তবে আমি এটাও বুঝি, যদি আমরা মাঠে ফিরতে না পারি, তারপরও মৌসুম শেষ করতে হবে। তাই যদি আমরা শীর্ষে থাকি, তাহলে আমাদেরই চ্যাম্পিয়ন করা উচিত। এর আগে বার্সার কোচসহ আরও বলেছেন, আর লীগ মাঠে না গড়ালে মেসিদেরই ট্রফি দেয়া উচিত। এদিকে বার্সিলোনা ছেড়ে দিচ্ছেন প্রাণভোমরা মেসি। পুরনো এই গুঞ্জন সাম্প্রতিক সময়ে নতুন করে ডালপালা মেলতে শুরু করেছে। কাতালান ক্লাবটির সাবেক মিডফিল্ডার চেস ফেব্রিগাসের অবশ্য দৃঢ় বিশ্বাস, ন্যুক্যাম্পেই ক্যারিয়ার শেষ করবেন আর্জেন্টাইন অধিনায়ক। ২০০১ সালে মাত্র ১৩ বছর বয়সে বার্সিলোনার যুবদলে নাম লেখান মেসি। সেই থেকে স্প্যানিশ ক্লাবটির সঙ্গে আছেন খুদে জাদুকর। যুবদল হয়ে মূল দলে পা রাখেন ২০০৪ সালে। এরপর সময়ের ব্যবধানে হয়ে গেছেন ক্লাবের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা, সেরা তারকা। ১০টি লা লিগা, চারটি চ্যাম্পিয়ন্স লীগসহ জিতেছেন ছোট, বড় অনেক শিরোপা। বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জিতেছেন রেকর্ড সর্বোচ্চ ছয়বার। তবে সাম্প্রতিক সময়ে ক্লাব কর্মকর্তাদের সঙ্গে তার সম্পর্ক ভাল যাচ্ছে না বলে গুঞ্জন আছে। তাই মৌসুম শেষে নাকি ক্লাব ছেড়ে দেয়ার কথা ভাবছেন মেসি। সেই সম্ভাবনা উড়িয়ে দিলেন ২০১১-১২ থেকে তিন মৌসুম মেসির সঙ্গে খেলা ফেব্রিগাস। তিনি বলেন, আমি মেসির সঙ্গে কথা বলেছি। সে বার্সিলোনাতেই ক্যারিয়ার শেষ করতে চায়। ক্লাবে অনেক কিছুই ঘটতে পারে। তবে আমার পুরো বিশ্বাস, সে বার্সাতেই তার ক্যারিয়ারের ইতি টানবে।
×