ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

করোনা দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সাকিবের সঙ্গে মোহাম্মদ আশরাফুলও একই পথে, শতক হাঁকানো সব ব্যাট তুলতে চান নিলামে

সাকিবের ব্যাটের ভিত্তিমূল্য পাঁচ লাখ টাকা

প্রকাশিত: ১১:০৫, ২৩ এপ্রিল ২০২০

সাকিবের ব্যাটের ভিত্তিমূল্য পাঁচ লাখ টাকা

স্পোর্টস রিপোর্টার ॥ পথ দেখিয়ে ছিলেন বাংলাদেশ অলরাউন্ডার সাকিব আল হাসানই। ঐতিহাসিক ব্যাট, জার্সি, ক্যাপ নিলামে তোলার আওয়াজ তুলেছিলেন সাকিব। সেই পথে সবার আগে হাঁটেন বাংলাদেশ দলের নির্ভরযোগ্য ব্যাটসম্যান মুশফিকুর রহীম। তার প্রথম দ্বিশতক করা ব্যাটটি নিলামে তোলার কথা বলেন। এখন সাকিব নিজেই সেই কাজটি করছেন। বিশ্বকাপে আলোড়ন তুলেন যে ব্যাট দিয়ে, রানের পর রান করেন, সেই ঐতিহাসিক ব্যাট নিলামে তুলতে যাচ্ছেন। সাকিবের সঙ্গে মোহাম্মদ আশরাফুলও একই পথে হাঁটতে চলেছেন। শতক করা সব ব্যাট নিলামে তুলতে চান। ওয়ানডে বিশ্বকাপে গত বছর তুখোর ফর্মে ছিলেন সাকিব। ৮ ম্যাচে ৮৬.৫৭ গড়ে দুই সেঞ্চুরি পাঁচ হাফসেঞ্চুরিতে ৬০৬ রান করেছিলেন। পুরো বিশ্বকাপে একটি ব্যাট দিয়েই খেলেন। এসজি ব্র্যান্ডের একটি ব্যাটই ব্যবহার করেছিলেন। এবার সেই ব্যাট নিলামে তুলছেন। করোনাভাইরাসের প্রাদুর্ভাব মোকাবেলায় অসহায়দের পাশে দাঁড়াতে ব্যাটটি নিলামে তোলার ঘোষণা দিয়েছেন সাকিব। ‘অকশন ফর এ্যাকশন’ নামের একটি পেজ থেকে ব্যাটটি নিলামে তোলা হবে। আগ্রহী ক্রিকেট প্রেমী এবং খেলা পাগলদের এই নিলামে অংশ নেয়ার জন্য অনুরোধ জানিয়েছেন সাকিব। এ প্রসঙ্গে সাকিব বলেন, ‘একটা তথ্য আমি জানাতে চাই আমার ভক্তদের। ২০১৯ বিশ্বকাপে যে ব্যাটটি ব্যবহার করেছি। আমি পুরো আসরে একটি ব্যাটই টেপ লাগিয়ে লাগিয়ে খেলেছি। আলহামদুলিল্লাহ খুব ভাল একটি বিশ্বকাপ গেছে। যদিও ব্যাটে বলে দুটোতেই ভাল বিশ্বকাপ গিয়েছে। তবুও মনে করি ব্যাটিংয়ে অসাধারণ পারফর্মেন্স ছিল। ওই ব্যাটটা আমি নিলামে তুলছি। আগের লাইভেও বলেছি দিতে পারা যায় কিনা। এটা নিলামে দেয়া হয়েছে।’ সাকিবের ব্যাটের সর্বনি¤œ মূল্য ধরা হয়েছে পাঁচ লাখ টাকা। এই ব্যাট দিয়ে খেলে সাকিব ১৫০০’র মতো রান করেছেন। নিলামের নিয়ম অনুযায়ী নির্ধারিত সময় শেষ হওয়ার আগ পর্যন্ত পাওয়া সর্বোচ্চ দর আহ্বানকারীকেই বিজয়ী ঘোষণা করা হবে। বিডারকে অবশ্যই বিজয়ী হওয়ার ২৪ ঘণ্টার মধ্যে সেই সেলিব্রিটির পছন্দসই চ্যারিটি প্রতিষ্ঠানকে সেই দরকৃত মূল্য পরিশোধ করতে হবে। আর্থিক লেনদেন সম্পন্ন হওয়ার পরেই অফিসিয়ালি সেই আইটেমের বিজয়ীর নাম ঘোষণা করা হবে। সব ধাপ সম্পন্ন হওয়ার পরই ব্যাটটি বুঝিয়ে দেয়া হবে বিজয়ীকে। তবে নির্ধারিত সময়ের মাঝে বেইজ প্রাইজের ওপর কেউ বিড না করলে ব্যাটটি অকশন ফর এ্যাকশন এর ওয়েবসাইটে চলে আসবে। সেখানে সেটি ৩০ দিন শো-কেইস করা থাকবে। মুশফিক ঐতিহাসিক একটি ও সাকিব একটি ব্যাট নিলামে তুললেও আশরাফুল সেঞ্চুরি করা সব ব্যাট নিলামে তুলতে চান। এক ভিডিও বার্তায় আশরাফুল জানান, করোনাভাইরাসে প্রাদুর্ভাব মোকাবেলায় নিজের বেশ কিছু স্মারক নিলামে তুলতে চান। এবার সেই সব ক্রিকেটীয় স্মারক নিয়ে সবার সামনে এলেন বাংলাদেশের সাবেক এই অধিনায়ক। এর মধ্যে রয়েছে ২০০১ সালে সর্বকনিষ্ঠ টেস্ট ক্রিকেটার হিসেবে সেঞ্চুরি করা ব্যাটটি। এ ছাড়া ২০০৫ সালে কার্ডিফে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেঞ্চুরি করে ম্যাচ জেতানো ব্যাটটিও তার সংগ্রহে আছে। সেঞ্চুরি করা প্রতিটি ব্যাটই তার সংগ্রহে আছে। এছাড়া অভিষেক টেস্টের টুপি, টেস্ট জয়ী ম্যাচের স্টাম্পও আছে তার কাছে। যদি সব ঠিকভাবে বিক্রি হয় নিলাম থেকে প্রাপ্য অর্থ খরচ করা হবে করোনার বিরুদ্ধে লড়াইয়ে। এ প্রসঙ্গে ভিডিও বার্তায় আশরাফুল বলেছেন, ‘এখন এমন একটা পরিস্থিতিতে আছি আমরা, করোনাভাইরাসের কারণে ২১০টির বেশি দেশ আক্রান্ত। এই সময় মুশফিককে দেখলাম তার ডাবল সেঞ্চুরির ব্যাট নিলামে উঠাচ্ছে। আমিও আশা করব প্রয়োজন হলে আমি আমার সব সেঞ্চুরির ব্যাট উঠাতে চাই। যদিও এই দুটো ব্যাট আমার জন্য অনেক স্পেশাল, বাংলাদেশের জন্যও। এই সময় যদি এগুলো নিলামে উঠে করোনাভাইরাসে আক্রান্তদের পাশে থাকতে পারি আমি, খুবই খুশি হব। আমি যদি কিছু সাহায্য করতে পারি আমার অনেক বড় পাওয়া হবে।’
×