ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বজ্রপাতে ৪ জনের মৃত্যু

প্রকাশিত: ১৮:৪৪, ২৩ এপ্রিল ২০২০

বজ্রপাতে ৪ জনের মৃত্যু

জনকণ্ঠ ডেস্ক ॥ গাইবান্ধা, নওগাঁ ও শেরপুরে পৃথক বজ্রপাতের ঘটনায় অন্তত চার জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাতে এবং বুধবার দিনে এসব বজ্রপাতের ঘটনা ঘটে। এর মধ্যে গাইবান্ধায় দুজন এবং নওগাঁ ও শেরপুরে একজন করে মারা গেছে। -খবর নিজস্ব সংবাদদাতার। গাইবান্ধার গোবিন্দগঞ্জে বজ্রপাতে জাদুমিয়া (২৮) এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে উপজেলার দরবস্ত ইউনিয়নের তালুক রহিমাপুর গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় গ্রামবাসীরা জানান, দুপুরে আকাশ প্রচ- মেঘাচ্ছন্ন হয়ে পড়ে। এ সময় ওই গ্রামের মোখলেছুর রহমানের ছেলে জাদুমিয়া বাড়ির পাশর্^বর্তী খোলা জায়গায় কাজ করার সময় আকস্মিকভাবে বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এছাড়া, জেলার ফুলছড়ি উপজেলার উদাখালী ইউনিয়নের দক্ষিণ বুড়াইল গ্রামে মঙ্গলবার রাতে বজ্রপাতে সাইদুর রহমান (২৪) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। সে ওই গ্রামের ফারুক মিয়ার পুত্র। সাইদুর রহমান সহ অপর দু’জন নির্মাণ শ্রমিক উড়িয়া ইউনিয়নে কাজ শেষে বাড়ি ফেরার পথে পার্শ্ববর্তী কাঠুর বিলের কাছে এসে পৌঁছালে আকাশ কালো মেঘে ঢেকে যায়। রাতে হঠাৎ বজ্রপাত ঘটলে ঘটনাস্থলেই সাইফুর রহমানের মৃত্যু হয়। এ সময় তার সঙ্গে থাকা ওমর ফারুক ও মিন্টু মিয়া নামের অপর দুজন আহত হয়। নওগাঁ ॥ নিয়ামতপুরে বজ্রপাতে এক হাফেজের মৃত্যু হয়েছে। বুধবার বেলা ১টায় উপজেলার সদর ইউনিয়নের নিয়ামতপুর চৌধুরীপাড়া গ্রামের আমিনুল ইসলামের ছেলে হাফেজ আব্দুল ওয়াহেদ শিমুল (৩২) উপজেলা সদরের প্রাণিসম্পদ কর্মকর্তার কার্যালয়ের উত্তরের মাঠে জমি মাপযোগ করার সময় বজ্রপাতে ঘটনা স্থলেই মারা যায়। শেরপুর ॥ ধান কাটার সময় বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার সকালে সদর উপজেলার চরশেরপুর ইউনিয়নের বামনেরচর এলাকায় ওই ঘটনা ঘটে। কৃষক হযরত আলী (৬০) ওই এলাকার সম মিয়ার ছেলে। কৃষক হযরত আলী ক্ষেতে ধান কাটার সময় তার ওপর আকস্মিক বজ্রপাত ঘটে। এতে তার শরীর ঝলসে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।
×