ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

নওগাঁয় কৃষকের পাকা ধান কেটে বাড়ি দিয়ে এলো ছাত্রলীগ

প্রকাশিত: ০৫:৩৭, ২২ এপ্রিল ২০২০

নওগাঁয় কৃষকের পাকা ধান কেটে বাড়ি দিয়ে এলো ছাত্রলীগ

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ ॥ নওগাঁয় চলতি মৌসুমের আগাম বোরো ধান কাটা শুরু হয়েছে। তবে ধানের বাম্পার ফলন হলেও করোনা আতঙ্কে ধানকাটা শ্রমিক সঙ্কট দেখা দেয়ায় হতাশ হয়ে পড়েছে কৃষক। কৃষকের এই লোকসান কমাতে কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশে গরিব কৃষকের পাশে দাঁড়িয়েছে নওগাঁ জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা। তারা কৃষকের ধান কেটে জমি থেকে বাড়ি পৌঁছে দিচ্ছে। বুধবার বেলা ১১টা থেকে দিনভর নওগাঁ সদর উপজেলার শিকারপুর ইউনিয়নের গুটার বিল এলাকায় ১ কৃষকের ১বিঘা জমির পাকা ধান কেটে, আঁটি বেঁধে বাড়ি পৌঁছে দিয়ে আসলেন নওগাঁ জেলা ছাত্রলীগের সভাপতি সাব্বির রহমান রেজভী, সাধারণ সম্পাদক আমানুজ্জামান সিউল, সহ-সভাপতি রোমান হাসান, রিয়াজ খান, রাব্বি, যুগ্ম সাধারণ সম্পাদক তারেক মাহমুদ, মেহেদী হাসান, একরামুল হক সজীব, সাংগঠনিক সম্পাদক স্বপন চৌধুরী, তানভীর আরেফিন শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক তোফায়েল আহমেদ আসিফ ও উপ কৃষি বিষয়ক সম্পাদক বিশাল আহমেদসহ সদর উপজেলা ছাত্রলীগ ও স্থানীয় শিকারপুর ইউনিয়ন ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। ছাত্রলীগের ৩০/৩৫ নেতাকর্মী ধান কাটার এ কাজে অংশ গ্রহন করে।
×