ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

কুষ্টিয়ায় প্রথম দু’জন করোনা রোগী শনাক্ত

প্রকাশিত: ০১:৪১, ২২ এপ্রিল ২০২০

কুষ্টিয়ায় প্রথম দু’জন করোনা রোগী শনাক্ত

নিজস্ব সংবাদদাতা, কুষ্টিয়া ॥ আজ বুধবার কুষ্টিয়ায় প্রথমবারের মতো দু’জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এদের একজন কুষ্টিয়া শহরের আড়ুয়াপাড়া এলাকায় এবং অপরজন কুমারখারী উপজেলার কয়া ইউনিয়নের গট্টিয়া গ্রামে। আক্রান্ত দু’জনই পুরুষ। কুষ্টিয়া শহরের ৩০ বছর বয়সী ওই রোগী মাদারীপুর থেকে কুষ্টিয়া আসেন। অপরজন গট্টিয়া গ্রামের ৬৯ বছরের এক বৃদ্ধ। কুষ্টিয়া সিভিল সার্জন এইচ এম আনোয়ারুল ইসলাম জানান, কিছুদিন আগে ওই দুই’জনের নমুনা সংগ্রহ করে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের করোনাভাইরাস পরীক্ষার ল্যাবে পাঠানো হয়। বুধবার সকালে ওই ল্যাব থেকে কুষ্টিয়ায় দু’জন করোনা রোগী শনাক্ত হবার কথা জানানো হয়। এখন পর্যন্ত আক্রান্ত রোগীরা বাড়িতেই অবস্থান করছেন। তাদের বাড়িসহ ওই এলাকা লকডাউনের প্রস্তুতি নিচ্ছে প্রশাসন।
×