ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সুবিধাবঞ্চিতদের সাহায্যে ব্যাট নিলামে তুললেন সাকিব

প্রকাশিত: ০১:৩৬, ২২ এপ্রিল ২০২০

সুবিধাবঞ্চিতদের সাহায্যে ব্যাট নিলামে তুললেন সাকিব

অনলাইন ডেস্ক ॥ বিশ্বজুড়ে মহামারি আকার ধারণ করেছে প্রাণঘাতী করোনাভাইরাস। বৈশ্বিক এমন দুর্যোগে ব্যক্তিগত উদ্যোগে বা তহবিল গঠন করে নিজ দেশের অসহায় মানুষদের সাহায্যে এগিয়ে এসেছেন অনেক ক্রিকেট তারকা। তাদের মতো বাংলাদেশের সাকিব আল হাসানও। তিনি ইতিমধ্যে নিজের ফাউন্ডেশনের মাধ্যমে অনেকবার দুস্থদের সাহায্যে এগিয়ে এসেছেন। এবার সুবিধাবঞ্চিতদের সাহায্য নিজের প্রিয় ব্যাটটি নিলামে তুললেন সাকিব। ইংল্যান্ডে অনুষ্ঠিত গত ওয়ানডে বিশ্বকাপে এই ব্যাট দিয়ে দুটি সেঞ্চুরিসহ রেকর্ড ৬০৬ রান করেছিলেন বাঁহাতি এই ব্যাটসম্যান।এ ব্যাপারে নিজের অফিসিয়াল ফেসবুক পেজে একটি পোস্ট দেন সাকিব। সেই পোস্টে ব্যাটটি নিলামে তোলার খবর নিশ্চিত করেন তিনি। পোস্টে তিনি লেখেন, 'এটা আমার খুবই প্রিয় একটা ব্যাট... তবে দেশের মানুষগুলো নিঃসন্দেহে আমার কাছে এর থেকেও বেশী প্রিয়।এই কারণে আমার এই ব্যাটটি এই পেইজে নিলামে তুলছি যেটা দিয়ে আমি প্রায় ১৫০০ রান তুলেছি এবং আপনাদের দোয়ায় এই ব্যাট দিয়েই পুরো ওয়ার্ল্ডকাপের ম্যাচগুলো খেলেছি কালকে রাত ১০টায় আমি এই পেইজ থেকে লাইভে আসব এবং আশা করি আপনাদের কেউ এই ব্যাটটি একটা ভালো মুল্য দিয়ে কিনে নিয়ে আমাদের সবাইকে সুবিধাবঞ্ছিতদের পাশে দাঁড়ানোর সুযোগ করে দিবেন।'
×