ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পটুয়াখালীতে গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত ৯ জন

প্রকাশিত: ০০:৫৮, ২২ এপ্রিল ২০২০

পটুয়াখালীতে গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত ৯ জন

নিজস্ব সংবাদদাতা, পটুয়াখালী ॥ পটুয়াখালীতে গত ২৪ ঘন্টায় নতুন করে আরো ৯ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে ১ জন চিকৎসক, ৩ জন স্বাস্থ্যকর্মী রয়েছে। আইইডিসিআর থেকে পাওয়া রিপোর্ট অনুযায়ী তাদের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এরা মধ্যে ৪ জন রাঙ্গাবালী উপজেলার ৩ জন, দশমিনা উপজেলার ১ জন, পটুয়াখালী সদর উপজেলার ১ জন এবং দুমকি উপজেলার ১ জন । এদের মধ্যে ১ জন চিকিৎসক, ৩ জন স্বাস্থ্য কর্মী, ২ জন ভারতীয় তাবলীগ জমাতের সদস্য, ১ জন পাবনা ফেরত। বাকীরা সবাই নারায়নগঞ্জ থেকে এসেছেন বলে জানা গেছে। এনিয়ে পটুয়াখালীতে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাড়িয়েছে ১১ জনে। সব শেষ গত রাত ১১ টায় দুমকির উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক নারী উপ-সহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার করোনায় আক্রান্তের রিপোর্ট আসে। সে দুমকিতে করোনায় আক্রান্তে মৃতঃ দুলাল চৌকিদারের চিকিৎসা প্রদানকারী ডাক্তারের স্ত্রী। সেই স্বাস্থ্য কর্মী নিজ বাসায় আইসোলেশনে চিকিৎসা দেয়া হচ্ছে। এ নিয়ে জেলায় মোট ৪ জন চিকিৎসা সংশ্লিষ্ট ব্যক্তি আক্রান্ত হয়েছেন। উল্লেখ্য, এর আগে নারায়নগঞ্জ থেকে আসা দুমকির গার্মেন্টস কর্মী দুলাল হাওলাদার করোনায় আক্রান্ত হয়ে গত ৮ এপ্রিল মারা যায়। তার সংস্পর্শে এসে তার বোনও আক্রান্ত হয়। গত এক সপ্তাহ ধরে সে আইসোলেশনে চিকিৎসাধীন আছে।
×