ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

চেন্নাইয়ে ২৬ সাংবাদিক করোনা আক্রান্ত

প্রকাশিত: ২২:২৯, ২২ এপ্রিল ২০২০

চেন্নাইয়ে ২৬ সাংবাদিক করোনা আক্রান্ত

অনলাইন ডেস্ক ॥ মৃত্যু ভয় উপেক্ষা করে করোনা ভাইরাস যুদ্ধে অবতীর্ণ চিকিৎসক, সাংবাদিক, পুলিশেরা। প্রথমদিকে একাধিক চিকিৎসক, স্বাস্থ্যকর্মীর শরীরে করোনার সংক্রমণ ধরা পড়লেও পুলিশ ও সাংবাদিকরা রেহাই পাচ্ছিলেন। গত সপ্তাহ থেকেই ভারতের বিভিন্ন প্রান্তে পুলিশ মহলেও করোনা ছড়াচ্ছে। পেশার তাগিদের পাশাপাশি জনকল্যাণে দেশের এই সংকটময় অবস্থার কথা প্রতি মুহূর্তে যারা মানুষের ঘরে পৌঁছে দিচ্ছে এবার সংকটে তারাও। মুম্বাইয়ের পর এবার করোনা শিকার চেন্নাইয়ের সাংবাদিকরাও। এদিকে দুদিন আগে চেন্নাইয়ের রায়পুরামে ২৪ বছর বয়সী এক সাংবাদিকের শরীরে করোনা উপসর্গ দেখা যায়। পরীক্ষা করে তার শরীরে কোভিড ১৯-র সংক্রমণ নিশ্চিত করেন চিকিৎসকরা। এবার তার দুদিন পরে মঙ্গলবার তার ২৬ জন সহকর্মীর শরীরেও করোনা ধরা পড়লো। ইতোমধ্যেই রায়পুরামে তামিল টিভি চ্যানেলটি প্রশাসনিকভাবে পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে। বন্ধ হয়েছে দৈনন্দিন সংবাদ সম্প্রচারও। একইসাথে পুরো অফিস জীবাণুমুক্ত করার কাজও শুরু হয়েছে। অন্যদিকে গতকালই মুম্বাইয়ের ১৬৭ জন সাংবাদিকের করোনা পরীক্ষার রিপোর্ট আসে। সেখানে ৫৩ জনের শরীরে করোনা জীবাণু উপস্থিতি পাওয়া যায়। এই সকল রিপোর্টার, ক্যামেরাম্যান গত কয়েকদিন ধরে মুম্বাই সর্বাধিক ঝুঁকিপূর্ণ এলাকাগুলিতে খবর পরিবেশনের কাজ করেছিলেন বলে জানা গেছে। অন্যদিকে গোটা চেন্নাইয়ের মধ্যে রায়পুরাম সবথেকে ভয়াবহ আকার ধারণ করেছে করোনা সংক্রমণ। সেখানে এখনও পর্যন্ত ৯৩ জনের শরীরে করোনার উপস্থিতি পাওয়া গেছে। অন্যদিকে এই প্রসঙ্গে স্বাস্থ্য অধিদফতরের কর্মকর্তারা জানিয়েছেন, ওই মিডিয়া হাউসের ২৬ জনকর্মীর পরিবারের সকল সদস্যকেই বর্তমানে সরকারিভাবে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।
×