ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আটকেপড়াদের ফেরাতে বিশেষ ফ্লাইট

প্রকাশিত: ১০:৫৫, ২২ এপ্রিল ২০২০

আটকেপড়াদের ফেরাতে বিশেষ ফ্লাইট

স্টাফ রিপোর্টার ॥ চিকিৎসা নিতে গিয়ে করোনা তা-বে দিল্লীতে আটকেপড়া বাংলাদেশী যাত্রীদের ফিরিয়ে আনবে বিমানের বিশেষ ফ্লাইট। আগামী শুক্রবার ওই ফ্লাইটে শতাধিক যাত্রী ফিরবেন। এদিকে চেন্নাই থেকে আরও একদল বাংলাদেশীকে ঢাকায় ফিরিয়ে এনেছে ইউএস বাংলার একটি ফ্লাইট। ১৬৯ যাত্রী নিয়ে ইউএস বাংলার ওই ফ্লাইট মঙ্গলবার বিকেল ৩টা ৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। তাদের মধ্যে ৫ জন শিশু রয়েছে। গত ২৪ ঘণ্টায় তাদের সবার করোনা রিপোর্ট নেগেটিভ থাকায় হোমকোয়ারেনটাইনে পাঠানো হয়েছে। তারাও চিকিৎসার প্রয়োজনে গত মার্চে সেখানে গিয়েছিলেন। দিল্লীর ফ্লাইট সম্পর্কে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক মোকাব্বির হোসেন জানিয়েছেন-ফ্লাইটের টিকেট ‘বিমানের মোবাইল এ্যাপস্’ এবং ‘ওয়েব সাইট’ থেকে ক্রয় করা যাবে। ইকোনমি ক্লাসে ১৫০ জন এবং বিজনেস ক্লাসে ১২ জন ভ্রমণ করতে পারবেন।
×