ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ভারতের রাষ্ট্রপতি ভবনেও কোভিড-১৯ রোগী শনাক্ত

প্রকাশিত: ১০:৪৮, ২২ এপ্রিল ২০২০

ভারতের রাষ্ট্রপতি ভবনেও কোভিড-১৯ রোগী শনাক্ত

ভারতে রাষ্ট্রপতি ভবন কমপ্লেক্সে এক পরিচ্ছন্নতা কর্মীর দেহে নোভেল করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ার পর প্রায় ১০০ জনকে কোয়ারেন্টাইনে রাখার খবর এসেছে। চার দিন আগে ওই পরিচ্ছন্নতা কর্মীর দেহে সংক্রমণ ধরা পড়ে। খবর এনডিটিভি। সচিব পর্যায়ের কর্মকর্তাদের ও তাদের পরিবারকে হোম কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে। আর কর্মীদের দিল্লীর একটি কোয়ারেন্টাইন কেন্দ্রে নিয়ে রাখা হয়েছে। পরীক্ষায় কমপ্লেক্সের পরিচ্ছন্নতা কর্মীদের ছাড়া অন্য কারও দেহে ভাইরাস পাওয়া যায়নি। ভারতে শনাক্ত হওয়া করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা ১৮ হাজার ছাড়িয়ে মঙ্গলবার সকালে ১৮ হাজার ৬০১ জনে দাঁড়িয়েছে, মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫৯০ জনে। গত ২৪ ঘণ্টায় ৪৭ জনের মৃত্যু হয়েছে। আক্রান্তের সংখ্যায় মহারাষ্ট্র রাজ্য শীর্ষে আছে। এরপরই আছে রাজধানী দিল্লী। এখানে আক্রান্তের সংখ্যা দুই হাজার ছাড়িয়ে গেছে। অতি সংক্রামক ভাইরাসটির বিস্তার ঠেকাতে চার সপ্তাহ ধরে লকডাউনে আছে পুরো ভারত। আগামী ৩ মে পর্যন্ত লকডাউনের মেয়াদ বাড়ানো হয়েছে।
×