ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় ট্রাক চালক নিহত

প্রকাশিত: ০৯:১৯, ২২ এপ্রিল ২০২০

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় ট্রাক চালক নিহত

নিজস্ব সংবাদদাতা, টাঙ্গাইল, ২১ এপ্রিল ॥ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বাসাইল উপজেলার গুল্লা এলাকায় সড়ক দুর্ঘটনায় এক ট্রাকচালক নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ৩ জন। মঙ্গলবার ভোর রাতে ঘটনাটি ঘটেছে। নিহত ট্রাকচালকের নাম হোসেন আলী (৩০)। তার বাড়ি ঠাকুরগাঁও জেলা সদর উপজেলায়। এ ঘটনায় আহত তিনজনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরা হলো- ওই গাড়িটির হেলপার ঠাকুরগাঁও সদর উপজেলার নিশিন্তপুর গ্রামের নাঈম হোসেন, ট্রাক যাত্রী নওগাঁর ফারুক হোসেন ও জান্নাতুল। জানা গেছে, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গুল্লা এলাকায় একটি মালবাহী ট্রাক দাঁড়িয়েছিল। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা ঠাকুরগাঁওগামী মালবাহী অপর একটি ট্রাক দাঁড়িয়ে থাকা ট্রাকটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ট্রাকটির চালক হোসেন আলী নিহত হয়। নওগাঁয় ভ্যান চালক নিজস্ব সংবাদদাতা নওগাঁ থেকে জানান, মঙ্গলবার বেলা ১১টার দিকে নওগাঁ-বদলগাছী সড়কের দারোগার ইটভাঁটি নামক স্থানে ট্রাকের ধাক্কায় রকিব উদ্দীন (৩৬) নামে এক ভ্যানচালক নিহত হয়েছে। নিহত ভ্যানচালক রকিব শহরের রামভদ্রপুর এলাকার মৃত সেকেন্দার আলীর পুত্র। রকিব কীর্ত্তিপুর বাজার থেকে বাড়ি ফিরছিল।
×