ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মংলায় সহায়তার নামে শ্রমিকদের কাছে চাঁদাবাজি

প্রকাশিত: ০৯:১৯, ২২ এপ্রিল ২০২০

মংলায় সহায়তার নামে শ্রমিকদের কাছে চাঁদাবাজি

নিজস্ব সংবাদদাতা, মংলা, ২১ এপ্রিল ॥ করোনাভাইরাসের চলমান দুর্যোগকালীন সময়ে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৫ হাজার টাকা করে সহায়তা এনে দেবার কথা বলে জনপ্রতি এক শ’ থেকে দেড় শ’ টাকা হাতিয়ে নিচ্ছে মংলা থানা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ। এ ঘটনায় ভুক্তভোগী নির্মাণ শ্রমিকরা স্থানীয় প্রশাসনের কাছে অভিযোগ দিয়েছেন। পরে প্রশাসন নির্মাণ শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দকে ডেকে শ্রমিকদের কাছ থেকে নেয়া টাকা ফেরত দেয়ার নির্দেশ দিয়েছেন। জানা গেছে, মংলা বন্দরে কর্মরত ৭ শতাধিক নির্মাণ (রাজমিস্ত্রি) শ্রমিকদের ট্রেড ইউনিয়ন হচ্ছে মংলা থানা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন। করোনাভাইরাসের কারণে নির্মাণ শ্রমিকরা বেকার হয়ে পড়েন। এ অবস্থায় সংগঠনের নেতৃবৃন্দ বিশেষ করে সাধারণ সম্পাদক প্রত্যেক শ্রমিককে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে বিকাশের মাধ্যমে ৫ হাজার টাকা করে সহায়তা এনে দেবার কথা বলে খরচ বাবদ শ্রমিক প্রতি ১শ’ থেকে দেড় শ’ করে টাকা তোলেন। সেই সঙ্গে নেয়া হয় শ্রমিকদের সদস্য ও ভোটার আইডি কার্ডের কপিসহ বিকাশ করা মোবাইল নম্বরও। এ বিষয়ে সাধারণ সম্পাদক অভিযোগ অস্বীকার করে বলেন, ত্রাণ আনার খরচ বাবদ কোন টাকা নেয়া হয়নি। সাংগঠনিক মাসিক চাঁদা হিসেবে মাত্র ৫০ টাকা করে আদায় করা হয়েছে। প্রশাসনের নির্দেশ অনুযায়ী সেই টাকা ফেরত দেয়া হচ্ছে।
×