ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

করোনা শনাক্তকরণে দ্বিধায় ছিল সিভাসু ॥ কালক্ষেপণ

প্রকাশিত: ০৯:১৭, ২২ এপ্রিল ২০২০

করোনা শনাক্তকরণে দ্বিধায় ছিল সিভাসু ॥ কালক্ষেপণ

মাকসুদ আহমদ, চট্টগ্রাম অফিস ॥ করোনাভাইরাস পরীক্ষার জন্য সরকারের পক্ষ থেকে চারটি বিশ^বিদ্যালয়কে নির্দেশনা দেয়া হয়েছে। তিনটি বিশ^বিদ্যালয় করোনাভাইরাস পরীক্ষার সকল প্রস্তুতি গ্রহণ করলেও চট্টগ্রামের ভেটেরিনারি এ্যান্ড এ্যানিমেল সায়েন্সেস বিশ^বিদ্যালয় (সিভাসু) এ দায়িত্ব নিতে কালক্ষেপণ করেছে। অবশেষে সোমবার করোনাভাইরাস শনাক্তকরণের কার্যক্রম শুরু করেছে। এ বিষয়ে মন্ত্রণালয় থেকে মঙ্গলবার করোনাভাইরাস পরীক্ষার অনুমতি দিয়ে একটি চিঠি এসেছে সিভাসুতে। সে অনুযায়ী আজকালের মধ্যে মন্ত্রণালয় বরাবর ভাইরাস টেস্ট কিট, পিপিইসহ যাবতীয় সরঞ্জামাদি চেয়ে সিভাসু থেকে একটি চিঠি মন্ত্রণালয় বরাবর প্রেরণ করা হবে এমন তথ্য নিশ্চিত করেছেন প্যাথলজি বিভাগের অধ্যাপক জুনায়েদ সিদ্দিকী। গত ৯ এপ্রিল এ নির্দেশনা এলেও দশ দিনেরও বেশি সময় অতিবাহিত হওয়ায় প্রশ্ন উঠেছে প্রতিষ্ঠানে দায়িত্বরতদের মধ্যে বিএনপি-জামায়াতের একটি সিন্ডিকেট কাজ করায় এ ধরনের ঘটনা ঘটেছে কি না। তবে এ সিন্ডিকেট বিশ^বিদ্যালয়ের সভা ও পরিচালনায়ও প্রভাব খাটিয়ে সরকারী কর্মকা-কে ভ-ুল করার অভিযোগ রয়েছে। জানা গেছে, স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে থাকা এ বিশ^বিদ্যালয়ে রয়েছে করোনাভাইরাস নির্ণয়ের পিসিআর মেশিন, ল্যাব সরঞ্জাম ও ডিজিটাল রিপোর্ট তৈরির বিভিন্ন উপকরণ। গত ৯ এপ্রিল মন্ত্রণালয় থেকে ইস্যুকৃত চিঠি নিয়ে একটি সাধারণ মিটিং করেছে গত ১৯ এপ্রিল। দীর্ঘ দশ দিন পর এ মিটিং অনুষ্ঠিত হওয়ায় নানা ধরনের প্রশ্ন উঠেছে ল্যাব সংশ্লিষ্ট ডাক্তার ও এক্সপার্টদের মধ্যে। তবে মিটিংয়ের পর একটি সিন্ডিকেট এ ল্যাবটি পোল্ট্রি ফিডের বলে দায়িত্ব এড়ানোর চেষ্টা করে। শিক্ষকদের একটি সূত্র জানিয়েছে, দেশের এমন পরিস্থিতিতে এ বিশ^বিদ্যালয়ের ল্যাব যেহেতু করোনাভাইরাস নির্ণয়ে বা শনাক্তকরণে অগ্রণী ভূমিকা পালন করবে তা থেকে কেন পিছিয়ে যাবে। এছাড়াও এ ল্যাব থেকে স্বল্প সময়ের মধ্যে তথা একদিনের মধ্যেই করোনা নির্ণয় করা সম্ভব বলে ল্যাবে কর্মরত এক কর্মকর্তা জানিয়েছেন। এমন অবস্থায় দুটি পক্ষ এ নিয়ে বিশ^বিদ্যালয় কর্তৃপক্ষকে সিদ্ধান্তহীনতায় ফেলেছে এমন তথ্যও বেরিয়ে এসেছে।
×