ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সোহেল আর কে হুসেইন মেঘনা ব্যাংকের নতুন ব্যবস্থাপনা পরিচালক

প্রকাশিত: ০৯:১৪, ২২ এপ্রিল ২০২০

সোহেল আর কে হুসেইন মেঘনা ব্যাংকের নতুন ব্যবস্থাপনা পরিচালক

মেঘনা ব্যাংকের নতুন প্রধান নির্বাহী এবং ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগ দিয়েছেন সোহেল আর কে হুসেইন। তার রয়েছে ৩০ বছরের বেশি সময়ের ব্যাংকিং ব্যবসায় নেতৃত্ব দেয়ার অভিজ্ঞতা। কর্পোরেট, এসএমই, রিটেইল এবং অবকাঠামো উন্নয়ন খাতে অর্থায়নে রয়েছে তার দারুণ অভিজ্ঞতা। বিশেষ করে ডিজিটালাইজেশন, মার্জার এ্যান্ড এক্যুইজিশন, এ্যাডভাইজারি এবং স্ট্র্যাকচারজড ফাইনান্স ট্র্যানজ্যাকশনের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করেছেন হুসেইন। মেঘনা ব্যাংকে যোগদানের পূর্বে সোহেল আর কে হুসেইন দ্য সিটি ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করেছেন। দেশের অন্যতম বাণিজ্যিক ব্যাংক ইস্টার্ন ব্যাংকে হেড অব হোলসেল ব্যাংকের দায়িত্ব পালন করেন তিনি। এছাড়া স্ট্যান্ডার্ড চার্টার্ড গ্রীনলেজ ব্যাংক এবং এএনজেড গ্রীনলেজ ব্যাংকেও গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন সোহেল আর কে হুসেইন। ব্যাংক নির্বাহীদের শীর্ষ সংগঠন-এবিবি’র ভাইস চেয়ারম্যান পদেও দায়িত্ব পালন করেছেন। সোহেল আর কে হুসেইন ঢাকা বিশ^বিদ্যালয়ের ব্যবসা প্রশাসন ইনস্টিটিউট থেকে এমবিএ ডিগ্রী অর্জন করেন। এছাড়া দেশ-বিদেশ থেকেও অনেক প্রশিক্ষণ গ্রহণ করেছেন তিনি। ব্যাংকিং খেতাব বিশেষ করে এশিয়া মানি বেস্ট ব্যাংক, ফাইনান্স এশিয়া বেস্ট ব্যাংক, ইউরো মানি বেস্ট ব্যাংক, আইসিএমএবি বেস্ট কর্পোরেট এ্যাওয়ার্ড অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি। -বিজ্ঞপ্তি।
×