ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ঢাবিতে ফিরলেন বিএসইসি’র কমিশনার স্বপন কুমার বালা

প্রকাশিত: ০৯:১২, ২২ এপ্রিল ২০২০

ঢাবিতে ফিরলেন বিএসইসি’র কমিশনার স্বপন কুমার বালা

অর্থনৈতিক রিপোর্টার ॥ পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) থেকে অনানুষ্ঠানিকভাবে বিদায় নিলেন কমিশনার ড. স্বপন কুমার বালা। গত ১৮ এপ্রিল বিএসইসিতে কমিশনার হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে সরকারের সঙ্গে তার চার বছরের চুক্তিভিত্তিক মেয়াদ শেষ হয়েছে। এতদিন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এ্যাকাউন্টিং এ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের সঙ্গে অধ্যাপনা কর্ম সম্পর্ক ছিন্ন করে (ডেপুটেশন) বিএসইসিতে কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। তবে ডেপুটেশনের মেয়াদ শেষ হতেই রবিবার সকালেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের (ভিসি) কাছে শিক্ষকতা পেশায় কাজে যোগদানের চিঠি দিয়েছেন ড. স্বপন কুমার বালা। এর ফলে বিএসইসির আরও একটি কমিশনারের পদ শূন্য হলো। বর্তমানে বিএসইসিতে কমিশনারের দুটি পদ শূন্য রয়েছে।
×