ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

১০৪ দিন পর নগরীতে ফিরলো চাইনিজ সুপার লিগের ক্লাব 'উহান জল'

প্রকাশিত: ০৯:০০, ২১ এপ্রিল ২০২০

১০৪ দিন পর নগরীতে ফিরলো চাইনিজ সুপার লিগের ক্লাব 'উহান জল'

স্পোটস রিপোর্টার ॥ শেষ হলো ১০৪ দিনের অপেক্ষা! জানুয়ারিতে স্পেনে ক্যাম্প করতে গিয়ে আটকে পড়েছিলেন উহান জল ক্লাবের ফুটবলাররা। জার্মানি হয়ে দেশে ফিরে শেনজেনে সম্পন্ন করেছেন কোয়ারেন্টিন। অবশেষে নিজ শহরে চাইনিজ সুপার লিগের দলটি। যে নগরী তারা রেখে গিয়েছিলেন, সে উহান আজ অচেনা। চারদিকে বিপর্যয় কাটিয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা। মাঝে যে বেদনার দিন গেছে, সেখানে আনন্দের উপলক্ষ হয়ে চাইনিজ সুপার লিগের দল উহান জল। প্রাণঘাতী ভাইরাসের উৎপত্তিস্থল উহানে যখন করোনার আগ্রাসন, তখন স্পেনে শীতকালীন ক্যাম্প চলছিল ক্লাবটির। জানুয়ারি থেকে এপ্রিল, এ ক' মাসে বদলে গেছে বিশ্ব। করোনা ছড়িয়ে গেছে দেশ থেকে দেশে। অচলাবস্থা যোগাযোগ ব্যবস্থায়। জার্মানি ঘুরে ১৬ মার্চ উহান জল পৌঁছায় চীনে। বিদেশ ফেরত হওয়ায় ফুটবলারদের কোয়ারেন্টিনে থাকতে হয় শেনজেনে। এরপর অবশেষে রেলপথে নিজ শহরে। দলের আগমন ঘিরে সংক্ষিপ্ত হলেও আয়োজনের কমতি ছিল না। অরেঞ্জ জার্সি গায়ে জড়িয়ে, ফুল হাতে, রেলস্টেশনে ফুটবলারদের স্বাগত জানিয়েছেন সমর্থকরা। ফুরিয়েছে ১০৪ দিনের অপেক্ষা। কোয়ারেন্টিন সম্পন্ন হওয়ায়, আপাতত পরিবারের সাথে সময় কাটাবেন ফুটবলাররা। ২২ ফেব্রুয়ারি শুরুর কথা ছিল চাইনিজ সুপার লিগ। স্থগিত হওয়ার পর এখনও নতুন তারিখ ঘোষণা হয়নি। ফুটবল লিগ স্থগিত বিশ্বের বেশিরভাগ দেশেই। এর মাঝে ইংলিশ ক্লাব ওয়াটফোর্ড ঘোষণা দিলো ফুটবলারদের বেতনের একাংশ স্থগিত রাখার। সাউদাম্পটন ও ওয়েস্ট হ্যামের পথেই হাটলো ক্লাবটি। তবে, কোনো পদ্ধতিতে এই সিদ্ধান্ত কার্যকর হবে, তা এখনও ঘোষণা হয়নি। অন্যদিকে, কঠিন এ সময়ে ক্লাবের জন্য ভিন্ন এক সিদ্ধান্ত নিয়েছে এএস রোমা ফুটবলাররা। ইতালিয়ান ক্লাবটি থেকে চলতি মৌসুমের বাকি মাসগুলোতে আর বেতন না নেয়ার সিদ্ধান্ত নিয়েছেন তারা। এছাড়া, নিজের বেতন কাটার সিদ্ধান্তে সম্মতি দিয়েছেন কাতারের ক্লাব আল সাদের কোচের দায়িত্ব নেয়া সাবেক স্প্যানিশ ফুটবলার জাভি হার্নান্দেজ। শঙ্কা পিছু ছাড়ছে না অলিম্পিকের। নতুন তারিখ ঘোষণার পরও অব্যাহত রয়েছে আসর হওয়া না হওয়ার আলোচনা। এবার কোবে ইউনিভার্সিটির সংক্রমণ রোগ গবেষক অধ্যাপক কেনতারো আইওয়াতাও জানালেন শঙ্কার কথা। কেনতারো আইওয়াতা বলেন, 'অলিম্পিক শুধু জাপানের বিষয় নয়। সারা বিশ্ব থেকে অ্যাথলেট, কর্মকর্তা, সাংবাদিক ও দর্শক আসবেন। জাপানে করোনা নিয়ন্ত্রণ কতটা হবে, সে বিষয় যেমন থাকছে, তেমনি অন্যান্য দেশে কী অবস্থা দাঁড়াবে সেটিও বড় ইস্যু। তবে, আমার মনে হচ্ছে, শুধু নির্দিষ্ট সূচি নয়, আগামী বছরের যেকোনো সময়ই অলিম্পিক আয়োজন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে।' করোনা ভাইরাসের কারণে এক বছর পিছিয়ে আগামী বছরের ২৩ জুলাই টোকিও অলিম্পিক শুরুর দিন চূড়ান্ত করে রেখেছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি।
×