ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বেতন না দিলে শোকজ, এরপর মামলা ॥ শ্রম সচিব

প্রকাশিত: ১২:৪৫, ২১ এপ্রিল ২০২০

বেতন না দিলে শোকজ, এরপর মামলা ॥  শ্রম সচিব

জনকণ্ঠ ডেস্ক ॥ যেসব শিল্প কারখানার মালিকরা এখনও শ্রমিকদের বেতন পরিশোধ করেননি, তাদের কারণ দর্শানোর নোটিস দেয়া হচ্ছে জানিয়ে শ্রম মন্ত্রণালয় বলেছে, সন্তোষজনক জবাব না পেলে মামলা করা হবে। করোনাভাইরাসের মহামারী ঠেকানোর লক্ষ্যে অবরুদ্ধ দেশে এখন দেড় লাখের বেশি শ্রমিক তাদের মার্চ মাসের বেতন পাননি, এদের অধিকাংশই তৈরি পোশাক কারখানার কর্মী। খবর বিডিনিউজের। কোন কোন মালিক ২০, ২৩, ২৫ ও ২৬ এপ্রিল বকেয়া বেতন পরিশোধের প্রতিশ্রæতি দিলেও অনেক কারখানা কোন প্রতিশ্রæতিও দেয়নি, ফলে এই পরিস্থিতিতেও সড়কে বিক্ষোভে নামতে হচ্ছে শ্রমিকদের। কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন পরিদফতরের এক প্রতিবেদনে দেখা যায়, বেতন না পাওয়া এক লাখ ৫৮ হাজার ২৫ জন শ্রমিকের মধ্যে সবচেয়ে বেশি শ্রমিক গাজীপুরের ৬১ হাজার ১২৪ জন। তারপরে রয়েছে ঢাকা জেলার ৪৭ হাজার ২৩৭ জন, চট্টগ্রাম জেলার ১৬ হাজার ৪৮৯ জন, নারায়ণগঞ্জ জেলার ১২ হাজার ৭৫৩ জন,পাবনা জেলার ২ হাজার ৬৩০ জন, নরসিংদী জেলার এক হাজার ৯১ জন, ময়মনসিংহ জেলার ৫ হাজার ৪৬৮ জন, মুন্সীগঞ্জ জেলার ৩১৪ জন, দিনাজপুর জেলার ২ হাজার ২১০ জন, রংপুর জেলার এক হাজার ৫৪৬ জন, কুমিলøা জেলার ৩ হাজার ৪৫০ জন, ফরিদপুর জেলার এক হাজার ৬৯৫ জন, রাজশাহী জেলার এক হাজার ৬০০ জন, খুলনা জেলার ৪১৮ জন শ্রমিক। ১৬ এপ্রিলের মধ্যে সারাদেশে ৩৭০টি কারখানার মালিক বেতন পরিশোধে ব্যর্থ হয়েছেন বলে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতরের মহাপরিদর্শক শিবনাথ রায় স্বাক্ষরিত এক প্রতিবেদনে দেখা যায়। ২৩ জন উপমহাপরিদর্শক এই প্রতিবেদনটি তৈরি করেছেন।
×