ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

করোনা মোকাবেলা সরকারকে বিশেষজ্ঞদের পরামর্শ নেয়ার আহ্বান ঢাবির

প্রকাশিত: ১২:৩৭, ২১ এপ্রিল ২০২০

করোনা মোকাবেলা সরকারকে বিশেষজ্ঞদের পরামর্শ নেয়ার আহ্বান ঢাবির

স্টাফ রিপোর্টার ॥ করোনাভাইরাস মোকাবেলায় বাংলাদেশের সমাজ, অর্থনীতি, উন্নয়ন, পরিবেশ, শিক্ষা ও সংস্কৃতিসহ বিভিন্ন ক্ষেত্রে যে প্রভাব পড়বে সে সকল বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংশিøষ্ট বিশেষজ্ঞ ও গবেষকদের সুচিন্তিত মতামত গ্রহণ করার জন্য সরকারের সংশিøষ্টদের প্রতি আহŸান জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। সোমবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবন থেকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিনদের সঙ্গে অনলাইন ভার্চুয়াল মিটিং প্ল্যাটফর্ম জুমের মাধ্যমে এক সভায় এই আহŸান জানানো হয়। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. নাসরীন আহমাদ এবং প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ এ সভায় সংযুক্ত ছিলেন। এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আখতারুজ্জামান বলেন, পৃথিবীর উন্নত দেশসমূহে বড় ধরনের কোন সঙ্কট তৈরি হলে সরকার সে দেশের বড় বড় বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞ ও গবেষকদের পরামর্শ নিয়ে থাকে। তিনি বলেন, করোনার কারণে বাংলাদেশে যে সমস্যার তৈরি হয়েছে তার জন্য আমরা নিজ থেকে সরকারের প্রতি আহŸান জানিয়েছি। সরকার যদি বিশেষজ্ঞদের মতামত ও পরামর্শ নিতে পারে সে ক্ষেত্রে সরকার ও দেশের জনগণ উভয়েই লাভবান হবে। সম্ভাব্য ক্ষতির পরিমাণও কমে যাবে। আমরা আশা করি সরকার এই সুযোগ ব্যবহার করতে পারবে।
×