ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

শিবচরে লকডাউন মেনে চলায় করোনা রোগীর সংখ্যা কমে এসেছে

প্রকাশিত: ০৫:৫৭, ২১ এপ্রিল ২০২০

শিবচরে লকডাউন মেনে চলায় করোনা রোগীর সংখ্যা কমে এসেছে

নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর, ২০ এপ্রিল ॥ দেশের প্রথম কোন এলাকা হিসেবে লকডাউনের একমাস অতিক্রম করল শিবচর। এই এক মাস লকডাউনের নির্দেশনা কঠোরভাবে মেনে চলায় শিবচরে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ১৭ থেকে ৫ জনে নেমে এসেছে। গত ১৯ সহজ হচ্ছে। মার্চ সর্বপ্রথম শিবচরকে কোয়ারেন্টাইনের পরে লকডাউন করা হয়। শুরুতে প্রবাসী অধ্যুষিত শিবচর উপজেলা অধিক ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়। প্রধানমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী ও আইইডিসিআর কর্তৃপক্ষের স্বাস্থ্যবিধি এবং চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এমপি’র সার্বক্ষণিক নজরদারি ও নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়ন হওয়ায় করোনার ভয়াবহতা ও বিস্তাররোধ এখন পর্যন্ত সম্ভব হয়েছে। একইসঙ্গে ৩০ হাজারের বেশি দরিদ্র পরিবারে খাবার সহায়তা পৌঁছে দেয়াসহ নিয়মিত খাবার সহায়তা চলমান থাকায় এখন পর্যন্ত মানুষকে ঘরে রাখা শিবচর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শশাঙ্ক চন্দ্র ঘোষ বলেন, ‘বর্তমানে শিবচরের ৫ জন আইসোলেশনে রয়েছেন। ৮৯ জন হোম কোয়ারেন্টাইনে। চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এমপি বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশনা মেনে সবাইকে ঘরে থাকতে হবে। যতদিন অচলাবস্থা থাকবে, ততদিন ঘরে ঘরে খাবার সহায়তা চলতে থাকবে। লকডাউন কঠোরভাবে বাস্তবায়ন করায় সংশ্লিষ্ট সকলের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করছি।’
×