ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ভুটানের জন্য প্রধানমন্ত্রীর পাঠানো ওষুধ চ্যাংরাবান্দা পৌঁছেছে

প্রকাশিত: ০৫:৫৬, ২১ এপ্রিল ২০২০

ভুটানের জন্য প্রধানমন্ত্রীর পাঠানো ওষুধ চ্যাংরাবান্দা পৌঁছেছে

নিজস্ব সংবাদদাতা, লালমনিরহাট, ২০ এপ্রিল ॥ বাংলাদেশের স্বাধীনতার স্বীকৃতিদানকারী প্রথম দেশ ভুটানে জরুরী ওষুধ পাঠিয়েছে বাংলাদেশ। করোনাভাইরাস প্রতিরোধে প্রতিবেশী দেশ ভুটানে ওষুধের প্রথম চালানটি সোমবার সন্ধ্যা ৬টায় বুড়িমারী স্থলবন্দর ছেড়ে চ্যাংরাবান্ধা স্থলবন্দর দিয়ে ভুটানে গেছে। ভারতে লকডাউন চলছে। কোন ঘোষণা না এলে আগামী ৩১ এপ্রিল পর্যন্ত লকডাউন চলবে। বুড়িমারীতে চালকসহ আটকে থাকা ৬১টি ট্রাক ভারত গ্রহণ করতে রাজি হয়নি। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি ভারত সরকার সম্মান জানাতে শেষ পর্যন্ত ভারতের চ্যাংরাবান্ধা স্থলবন্দর ও সড়ক পথ ব্যবহার করে ভুটানে জরুরী ওষুধের চালানটি যেতে দিতে রাজি হয়েছে। গত বৃহস্পতিবার ১৬ এপ্রিল ওষুধের প্রথম চালান ভুটানে যেতে সড়ক পথে ঢাকা ছেড়ে আসে। সোমবার সকালে ওষুধের চালানটি বুড়িমারী স্থলবন্দরে পৌঁছায়। ভুটানের প্রবীণ নাগরিকদের করোনাভাইরাসের সংক্রমণ থেকে রক্ষা করতে জরুরী ওষুধের দু’টি চালান চিকিৎসা সহায়তা হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাঠাচ্ছেন। বাংলাদেশের স্বাধীনতার স্বীকৃতিদানকারী প্রথম দেশ ভুটান। এই দেশটির সঙ্গে ঐতিহাসিক চমৎকার সম্পর্কের পরিপ্রেক্ষিতে ভুটানের রাজার অনুরোধে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে এসব ওষুধ পাঠানো হয়। ওষুধের মধ্যে বেক্সিমকো ফার্মা উৎপাদিত মাল্টি-ভিটামিন বেক্সট্রাম গোল্ডের ১০ লাখ ইউনিট এবং স্কয়ার ফার্মা উৎপাদিত ভিটামিন সি সিভিটের ৫ লাখ ইউনিট রয়েছে। ওষুধের চালানটি থিম্পু যাচ্ছে জেলার বুড়িমারী সীমান্ত বন্দর দিয়ে। এমন একটি ওষুধের দ্বিতীয় চালানটি দুই একদিনের মধ্যে একই পথে ভুটানে পৌঁছানোর কথা রয়েছে। এর আগে হ্যান্ড স্যানিটাইজারসহ ভুটানে জরুরী চিকিৎসা সরঞ্জাম পাঠিয়ে ছিল বাংলাদেশ।
×