ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সংস্কৃতি কর্মীদের ফেসবুক লাইভে কবিতা সন্ধ্যা

প্রকাশিত: ০৫:৫৬, ২১ এপ্রিল ২০২০

সংস্কৃতি কর্মীদের ফেসবুক লাইভে কবিতা সন্ধ্যা

স্টাফ রিপোর্টার ॥ করোনার আগ্রাসনে নিভে গেছে ঢাকার সব মঞ্চের আলো। সেই সুবাদে মঞ্চস্থ হয় না কোন নাটক। শোনা যায় না সংলাপ। দেখা যায় না মঞ্চকে ভালবাসা অভিনেতার অভিনয়শৈলী। গল্পের সিঁড়ি বেয়ে চরিত্রের আশ্রয়ে দর্শকের সামনে আর উপস্থাপিত হয় না মঞ্চনাটক। বৈশ্বিক মহামারী কোভিড ১৯-এর কারণে এভাবেই জীবন থেকে হারিয়ে যাচ্ছে ভাল লাগার অনুষঙ্গগুলো। এমন বাস্তবতায় ঘরবন্দী মানুষের বিনোদনে ভিন্নধর্মী উদ্যোগ নিয়েছে সংস্কৃতি কর্মীবৃন্দ নামে থিয়েটার কর্মীর একটি প্ল্যাটফর্ম। ফেসবুক নির্ভর এই প্ল্যাটফর্মের মাধ্যমে পয়লা বৈশাখ থেকে উপস্থাপিত হচ্ছে গান, কবিতা, পাপেট শোসহ বৈচিত্র্যময় নানা অনুষ্ঠান। ফেসবুক লাইভে শিল্পীরা উপস্থাপন করছেন নিজেদের পরিবেশনা। অন্যদিকে দুর্যোগ পরিস্থিতিতে ঘরে বসে সে সব পরিবেশনার মাধ্যমে দর্শকরা খুঁজে নিচ্ছেন নির্মল আনন্দের উৎস। ধারাবাহিক সে আয়োজনে সোমবার অনুষ্ঠিত হয় আবৃত্তি সন্ধ্যা। সাধারণ মানুষকে বিনোদিত করার পাশাপাশি অর্থনৈতিক সঙ্কটে পড়া সংস্কৃতি কর্মীদের প্রতিও সহায়তার হাত বাড়িয়ে দেয়া হচ্ছে এই ফেসবুক গ্রুপের মাধ্যমে। সোমবার কবিতার দোলায়িত ছন্দে সংস্কৃতি কর্মীবৃন্দ নামের অন্তর্জাল পাতায় অনুষ্ঠিত হয় আবৃত্তি সন্ধ্যা। সন্ধ্যা সাতটা থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত অনুষ্ঠিত হয় দেড় ঘণ্টা ব্যাপ্তির পরিবেশনা। অংশ নেন পঁাঁচ বাচিকশিল্পী। তারা হলেন মাসকুর-এ-সাত্তার কল্লোল, অনন্যা লাবনী, পংকজ মজুমদার, সিফাত বন্যা ও টুকু মজনিউল। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নাট্যকার, নির্দেশক ও মঞ্চ অভিনেতা আসাদুল ইসলাম এবং মঞ্চ অভিনেত্রী সোনিয়া হাসান সুবর্ণা। আগামী ২৩ এপ্রিল রাত নয়টায় সংস্কৃতি কর্র্মীবৃন্দের ফেসবুক পেজে অনুষ্ঠিত হবে ‘রাজনীতির ধর্ম বনাম ধর্মের রাজনীতি : করোনাকালে জনস্বাস্থ্য সঙ্কট’ শীর্ষক লাইভ আলোচনা। এ বিষয়ে কথা বলবেন দুই প্রখ্যাত নাট্যজন মামুনুর রশীদ ও নাসির উদ্দিন ইউসুফ। কথনপর্বটির সঞ্চালনা করবেন নাট্যকার ও নির্দেশক মাসুম রেজা। সংস্কৃতি কর্মীবৃন্দের পক্ষ থেকে কথা হয় থিয়েটার কর্মী কাজী রোকসানা রুমার সঙ্গে। তিনি জনকণ্ঠকে বলেন, কোভিডের তা-বে আজ স্তব্ধ সারা বিশ্ব। থিয়েটার অঙ্গনও এ থেকে বিচ্ছিন্ন কিছু নয়। আজ মঞ্চে আলো জ্বলছে না, আমরা কেউ আলো-আঁধারীর খেলায় মেতে উঠতে পারছি না। তবু সকলের এই গৃহকালীন সময়ে আমরা একদম বসে নেই। আমরা জানি যে, করোনার কারণে অনেক মানুষ কর্মহীন হয়ে পড়েছে। সংস্কৃতি কর্মীরাও সেই বলয়ের বাইরে নয়। এমন প্রেক্ষাপটে ভাইরাসের ভয়াবহতা উপলব্ধি করে গত ২০ মার্চ বিভিন্ন নাট্যদলের সদস্যদের সমন্বয়ে গঠিত হয় ‘সংস্কৃতি কর্মীবৃন্দ’ নামে ফেসবুক গ্রুপ। নববর্ষের দিন থেকে সেখানে লাইভ অনুষ্ঠানের মাধ্যমে প্রতিদিন সন্ধ্যায় যুক্ত হচ্ছেন থিয়েটারসহ শিল্প-সংস্কৃতির নানা ভুবনের মানুষ। এর মাধ্যমে যারা নাটক, সিনেমা, গান বা কবিতার অনুষ্ঠান করতেন তারা মানসিক অস্থিরতা থেকে খানিকটা দূরে থাকছেন। উল্টো দিকে ঘরবন্দী মানুষও বিনোদিত হচ্ছেন। অনুষ্ঠান আয়োজনের পাশাপাশি আমাদের অন্যতম লক্ষ্য সঙ্কটে পড়া মানুষের পাশে দাঁড়ানো। প্রথমদিকে আমরা অর্থ সংগ্রহ করে স্বাধীনভাবে কাজ করা বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনকে প্রদান করেছি। বর্তমানে অসচ্ছল থিয়েটার ও সংস্কৃতি কর্মীদের সহায়তা করছি। বর্তমানে থিয়েটারের নেপথ্যের কুশলী থেকে অভিনয় শিল্পীদের মধ্যে অনেকেই আর্থিক সঙ্কটে আছেন। তালিকা ধরে তাদের সহায়তা করা হচ্ছে। এই তালিকায় এমন অনেক শিল্পী আছেন, যাদের নাম দেখে আমরা নিজেরাও অবাক হয়েছি।
×