ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

এক যুগ পর আজ ঢাকায় আসছে ব্রিটিশ এয়ারওয়েজ

প্রকাশিত: ০৫:৫৫, ২১ এপ্রিল ২০২০

এক যুগ পর আজ ঢাকায় আসছে ব্রিটিশ এয়ারওয়েজ

স্টাফ রিপোর্টার ॥ এক যুগ পর আজ ঢাকায় আসছে ব্রিটিশ এয়ারওয়েজ। আজ (মঙ্গলবার) ঢাকা থেকে ব্রিটিশ নাগরিকদের নেয়ার জন্য ছয় দিনব্যাপী চালানো হবে বিশেষ ফ্লাইট। এ জন্য ইতোমধ্যে ব্রিটিশ এয়ারওয়েজের ৬টি চার্টার্ড ফ্লাইট সিডিউল ভুক্ত করা হয়েছে। এতে কমপক্ষে এক হাজার ব্রিটিশ নাগরিক ঢাকা ত্যাগ করবেন বলে জানা গেছে। জানা গেছে, সিলেটে বসবাসরত যুক্তরাজ্যের নাগরিকদের প্রথমে ঢাকায় আনা হবে বিমানের বিশেষ ফ্লাইটে। পরে তাদের ব্রিটিশ এয়ারওয়েজের ফ্লাইটে নেয়া হবে হিথরো এয়ারপোর্টে। এ সম্পর্কে বিমানের ব্যবস্থাপনা পরিচালক মোঃ মোকাব্বির হোসেন জানিয়েছেন, করোনা পরিস্থিতির মধ্যে ব্রিটিশ নাগরিকদের সিলেট থেকে ঢাকায় ফিরিয়ে আনতে একটি বিশেষ ফ্লাইট পরিচালনা করবে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। এরপর তাদের একটি বিশেষ ফ্লাইটে যুক্তরাজ্যে ফিরে যাওয়ার সিডিউল রয়েছে। বেবিচক সূত্র জানায়, আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১৬২ আসনের বোয়িং ৭৩৭-৮০০ উড়োজাহাজটি সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে ছেড়ে যাবে। ফ্লাইট নাম্বার বিজি-৪০০৬ সিলেট থেকে সকাল সোয়া ১১টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। এতে দু’জন পাইলট ও ৬ জন কেবিন ক্রু দায়িত্ব পালন করবেন। পরে তাদের সন্ধ্যার বিকেলে নিয়ে ঢাকা ত্যাগ করবে ব্রিটিশ এয়ারওয়েজের বিশেষ ফ্লাইট। জানা গেছে, ব্রিটিশ পর্যটক, স্বল্পমেয়াদী দর্শনার্থী এবং তাদের ওপর সরাসরি নির্ভরশীলদের যুক্তরাজ্যে ফেরার জন্য ঢাকা থেকে লন্ডন পর্যন্ত ব্রিটিশ এয়ারের চারটি বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করা হয়েছে। এখন সিলেটে রয়েছে বেশ কিছু সংখ্যক ব্রিটিশ দর্শনার্থী। প্রতিবছর দেড় লক্ষাধিক ব্রিটিশ নাগরিক বাংলাদেশ সফর করেন। বর্তমানে করোনাভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতিতে বিমানের চলাচলে বিধিনিষেধের কারণে বর্তমানে বাংলাদেশ থেকে যুক্তরাজ্যে ফেরার জন্য কোন বাণিজ্যিক ফ্লাইট নেই। এদিকে দীর্ঘ এক যুগ পর ব্রিটিশ এয়ারওয়েজের ফ্লাইট ঢাকায় অবতরণ করা উপলক্ষে বিমানবন্দরে নেয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। বিশেষ করে করোনা পরিস্থিতি মোকাবেলায় বিমানবন্দরের চেকইন কাউন্টার, বোর্ডিং ব্রিজ ইমিগ্রেশন ও হোল্ডিং লাউঞ্জে জীবাণুনাশক ছিটিয়ে স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। এক সময় ঢাকা থেকে নিয়মিত ব্রিটিশ এয়ারওয়েজের ফ্লাইট অপারেট করা হতো। বিগত ২০০৬ সালে হঠাৎ এয়ারলাইলাইনসটির অপারেশনাল কার্যক্রম বন্ধ করে দেয়।
×